শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
জাগরণ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের ত্রিবার্ষিকী কমিটি গঠন
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি- আই নিউজ
বিভিন্ন দেশে বসবাসরত মৌলভীবাজারের প্রবাসীদের সংগঠন জাগরণ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের (JPKF) ত্রিবার্ষিকী কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি এক সভার মাধ্যমে লন্ডন প্রবাসী মোহাম্মদ সাদিকুর রহমানকে সভাপতি ও সৌদি আরব প্রবাসী মো. খালেদ আহমেদকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। এছাড়াও এই কমিটিতে পাঁচজনকে উপদেষ্টা নির্বাচিত করা হয়।
কমিটির উন্নয়নের সদস্যরা হলেন- আব্দুল আউয়াল সহ সভাপতি (সৌদি-বাংলাদেশ), সালেহ আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক (সৌদি আরব), আব্দুল মুকিত সাংগঠনিক সম্পাদক (সৌদি আরব), মো. রিমন মিয়া সহ সাংগঠনিক সম্পাদক(দুবাই), ইকবাল হোসেন কোষাধ্যক্ষ(সৌদি আরব), করিম আহমেদ বাচ্চু সহকারী কোষাধ্যক্ষ (সৌদি আরব), আনোয়ার হোসেন মিডিয়া প্রচার সম্পাদক (দুবাই), রমিজ আহমেদ রিপন সহকারী প্রচার সম্পাদক (কুয়েত), ইসমাইল হোসেন ক্রীড়া সম্পাদক (দুবাই), রুবেল আহমদ যুগ্ম ক্রীড়া সম্পাদক (ফ্রান্স), আব্দুল করিম লিটন ইসলামী ধর্মবিষয়ক সম্পাদক (সৌদি আরব), জুয়েল আহমেদ সহকারী ইসলামী ধর্মবিষয়ক সম্পাদক (ফ্রান্স), মোছা. সামিরা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক (দুবাই), সদস্য রাজু আহমেদ সফর (প্রধান নির্বাহী সদস্য সৌদি আরব), কারিদ আলী (সৌদি আরব), সায়েম আহমেদ টিটু (সৌদি আরব), সামসুদ্দীন মিয়া (সৌদি আরব), সামসুদ্দীন মিয়া ২ (সৌদি আরব), ছায়েদ আলী (দুবাই), রিপন রহমান (ফ্রান্স), জায়েদ আহমেদ সাগর (সৌদি আরব), বাবুল মিয়া (দুবাই), খালেদ মিয়া (দুবাই), রমিজ আহমদ রিপন ২ (কুয়েত), মো. সেফু মিয়া (কাতার), মুক্তার আলী (কাতার), সায়েম আহমেদ (কাতার -বাংলাদেশ), হেলাল আহমেদ (সৌদি আরব) এবং উপদেষ্টা আব্দুল জালাল (সৌদি আরব), এম জোনাব আলী (ইটালী), আব্দুল মাজিদ (দুবাই),আব্দুল মতিন (সৌদি আরব) ও খালিছ মিয়া (সৌদি আরব)
জাগরণ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ২০১৬ সালের আগস্ট মাসের প্রতিষ্ঠিত হয়। তৃতীয় মেয়াদে ত্রিবাষিকী এই কমিটির মেয়াদ আগামী ১০ আগস্ট ২০২৭ সালে শেষ হবে।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি