নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
স্পাউস ভিসা নিয়ে সুখবর দিলো যুক্তরাজ্য
ফাইল ছবি
অবশেষে স্পাউস ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্যের বহুল আলোচিত স্পাউস ভিসার আয় সীমা পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত বছরে ২৯ হাজার পাউন্ডের বেশি করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন বৃটেনের নতুন হোম সেক্রেটারী ইভ্যাট কোপার।
স্পাউস ভিসা যুক্তরাজ্যের যেতে ইচ্ছুক মানুষদের কাছে একটি জনপ্রিয় ভিসা। তবে, এই ভিসার আয় সীমা পর্যালোচনার বিষয়টি আসলে প্রশ্ন ওঠে চূড়ান্ত আয় সীমা বাড়ানো হবে না কমানো হবে? এ অবস্থায় সুখবর দিল বৃটেন। বৃটেনের নতুন হোম সেক্রেটারী ইভ্যান হোপার জানিয়েছেন বছরে ২৯ হাজার পাউন্ডের বেশি করা হবে না।
পারিবারিক জীবন ও যুক্তরাজ্যের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার জন্য নূন্যতম আয়ের প্রয়োজনীয়তা সহ পারিবারিক অভিবাসন নীতিগুলো পর্যালোচনা করার জন্য স্বাধীন পাবলিক সংস্থাকে আদেশ দেয়ার পরিকল্পনা করেছেন ইভ্যান হোপার। যুক্তরাজ্যে স্পাউস ভিসা প্রত্যাশীদের জন্য এটি সুখবর।
নূন্যতম আয়ের সীমা ২৯ হাজার পাউন্ড বছরে বহাল রাখা হয়েছে। বলা হয়েছে পর্যালোচনা সম্পন্ন না হওয়া পর্যন্ত এই পরিমাণের আর কোনো পরিবর্তন হবে না। এর আগে অভিবাসন কমাতে বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী ঋসি সুনাকের সরকার যুক্তরাজ্যে স্পাউস ভিসায় স্বামী বা স্ত্রীকে আনার ক্ষেত্রে নূন্যতম আয় ১৮ হাজার ৬০০ পাউন্ড থেকে বার্ষিক ২৯ হাজার পাউন্ড করে। নূন্যতম এই আয় আগামী বছর ৩৮ হাজার পাউন্ডে উন্নিত করার ঘোষণা দিয়েছিল ঋষি সুনাকের সরকার। যা বাংলাদেশিসহ সব অভিবাসীদের জন্যই ছিল একটি দুঃসংবাদ।
তবে, বৃটেনে লেবার পার্টি ক্ষমতায় আসার পর স্পাউস ভিসার সাবেক নীতিবিধানে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ জুলাই থেকে যুক্তরাজ্যে বাইরের দেশ থেকে স্ত্রী বা স্বামীকে আনার ক্ষেত্রে বার্ষিক আয়ের শর্ত যুক্ত করে যুক্তরাজ্যের হোম অফিস। এর আগে স্পাউস ভিসায় আবেদনকারীকে যুক্তরাজ্যে আসার পর সরকারের পাবলিক ফান্ডের উপর নির্ভরশীল হবেন না এই নিশ্চয়তা দিলেই স্বামী বা স্ত্রীকে আনা যেতো। তবে ২০১২ সাল থেকে এই সুযোগটি বন্ধ হয়ে যায় এবং বার্ষিক আয়ের শর্ত যুক্ত হয়।
তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে অভিবাসন প্রত্যাশীদের চাপ বাড়ার ফলে এবং এটি দেশটির অর্থনীতিতে প্রভাব ফেলায় হোম মিনিস্ট্রি স্পাউস ভিসার ক্ষেত্রে বার্ষিক আয় বাড়ানোর শর্ত যুক্ত করে। একইসঙ্গে সামনের বছরগুলোতে এই আয়ের পরিমাণ বাড়ানোর ঘোষণাও দিয়েছিল যুক্তরাজ্যের সাবেক সরকার।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি