সংযুক্ত আরব আমিরাত (দুবাই)
আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসে বিশ্ব শিশু দিবস উদ্যাপন
ছবি- আই নিউজ
সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪’ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (১২ অক্টোবর) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে কনস্যুলেটের কনফারেন্স রুমে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অংশগ্রহনকারী শিশু-কিশোর ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. আশফাক হোসেইন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেকের আঁকা ছবি প্রদর্শন করা হয় এবং শিশুদের পুরষ্কার হিসেবে উপহার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান বলেন, ‘‘জাতিসংঘ ঘোষিত বিশ্ব শিশু দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে অভিভাবকদের মধ্যে শিশুদের যত্ন, শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ সাধনে ভূমিকা পালনের বিষয়ে সচেতনতা তৈরী, সেই সাথে শিশুদের বিশেষ গুরুত্ব প্রদান। আজকের শিশুরা যেন আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য সকলকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।’’
অংশগ্রহণকারী সকল শিশুদের নিয়ে ফটোসেশন ও শিশুদের আপ্যায়ন করা হয়।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি