তোফায়েল পাপ্পু, সংযুক্ত আরব আমিরাত
পর্দা উঠলো দুবাই গ্লোবাল ভিলেজের ২৯ তম আসরের
দুবাই গ্লোবাল ভিলেজের সার্কাস প্রদর্শনীর স্থান। ছবি- নেট থেকে
এবার নতুন চমক নিয়ে পর্দা উঠলো দুবাই গ্লোবাল ভিলেজের ২৯ তম আসরের। আসরে থাকবে বাংলাদেশীদের উপস্থিতিও। মেইন স্টেইজের খুব কাছেই ইউ এ প্যাভিলয়নের পাশে, শ্রীলংকার সাথে যৌথভাবে বাংলাদেশের দেখা পাওয়ায় সন্তুষ্ট প্রবাসীরা।
২০১২ সালের আগ পর্যন্ত দুবাই গ্লোবাল ভিলেজের আসরে সুযোগ ছিল ফ্রিতে অংশগ্রহণ করার। তখন বাংলাদেশের অংশগ্রহণ থাকলেও পরবর্তীতে ফ্রিতে সুযোগ বাতিল হওয়ার পর শুধু ২০১৭ এবং ২০১৮ সালে খুবই ছোট পরিসরে বাংলাদেশের অংশগ্রহণ ছিল।
গ্লোবাল ভিলেজে বাংলাদেশের একক অংশগ্রহণ নিয়ে আমিরাতে বাংলাদেশের মিশনগুলো জানিয়েছে এইখানে প্রবাসী এবং দেশের বড় বড় ব্যবসায়ী বা কোম্পানিগুলোর এগিয়ে আসার বিকল্প নেই। সবাই এগিয়ে আসলে এবং দেশীয় প্যাভিলিয়ন থেকে কেনাকাটা করলে ভবিষ্যৎ-এ বাংলাদেশের নিজস্ব প্যাভিলিয়ন হতে পারে বলে আশ্বাস অংশগ্রহণকারী ব্যবসায়ী এবং প্রবাসীদের।
প্রতি শুক্রবার এবং শনিবার রাত ৯ টায় এইখানে আকাশজুড়ে আতশবাজিতে আলোকিত করা হবে স্থানীয় গণমাধ্যম বরাত জানা গিয়েছে।
আন্তর্জাতিক এই মেলা প্রতি বছর অক্টোবর থেকে পরবর্তী বছরের এপ্রিল পর্যন্ত মোট ছয় মাস স্থায়ী হয়। প্রতিদিন বিশ্বের নানা প্রান্তের হাজারো মানুষের ঢল নামে এইখানে। সারা বিশ্বের পর্যটক এবং নাগরিকদের গুরতে আসা এমন মেলায় বাংলাদেশ নামের প্যাভিলিয়ন থাকা মানেই বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরার অন্যতম সুযোগ।
এবারের আসরে প্যাভিলিয়ন রয়েছে ৩০টি। রয়েছে ৩,৫০০ টি আউটলেট এবং ২৫০ টি খাবারের দোকান। ছোট বড় সকলের জন্যে ২০০ টির বেশি গেইমস বা রাইডও রয়েছে।
এই মেলায় ৩ বছরের কম বয়সী শিশু এবং ৬৫ বছরের প্রবীণদের প্রবেশ বিনামূল্যে রাখা হয়েছে। কাউন্টার থেকে দুবাই গ্লোবাল ভিলেজে প্রবেশমূল্য ২৫ দেরহাম রাখা হয়েছে। তবে সপ্তাহের সরকারি ছুটির দিনে টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ দেরহাম।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি