আই নিউজ প্রতিবেদক
আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, দুশ্চিন্তায় অসংখ্য বাংলাদেশি
ছবি- সংগৃহীত
আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েই দেশটির অবৈধ অভিবাসীদের নিয়ে কঠোর অবস্থান নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় অবৈধ অভিবাসীর ঢল কমাতে জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব লাভের নীতি বাতিল করতে চলেছে ট্রাম্প প্রশাসন। ফলে, দুশ্চিন্তায় পড়েছেন কয়েকটি দেশের নাগরিকরা। প্রায় অর্ধলক্ষ বাংলাদেশি দম্পতিও ট্রাম্পের এ নয়া নীতিতে ভোগান্তির আশঙ্কা করছেন।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়েই অনুপ্রবেশ আর অভিবাসন রুখতে কড়া নীতি গ্রহণ করতে চলেছেন তিনি। নির্বাচনী প্রচারণাতেই ট্রাম্পের অঙ্গীকার ছিল তিনি নির্বাচিত হলে প্রথম দিনই দেশ থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে আদেশ দেবেন। ট্রাম্পের সেই প্রতিশ্রুতি অনুযায়ী, বন্ধ হতে যাচ্ছে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার সুযোগ।
আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্স। ট্রাম্প-ভ্যান্স প্রচারাভিযানের অফিশিয়াল সাইটে পোস্ট করা এ সংক্রান্ত পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণের এক দিনের মধ্যেই নির্বাহী আদেশে স্বাক্ষর করার কথা প্রেসিডেন্ট ট্রাম্পের।
খসড়া ওই নির্বাহী আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জন্মালেই কোনো শিশুকে আর নাগরিকত্ব দেয়া হবে না। সন্তানের পিতা-মাতার মধ্যে অন্তত একজনকে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে অথবা থাকতে হবে গ্রিনকার্ড। তবেই তাদের সন্তানরা আগামী দিনে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারবে। এ কারণে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা অভিবাসীদের সন্তানরাও আর সুযোগ পাচ্ছে না আগামী দিনে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার।
অন্যান্য দেশের পাশাপাশি দুশ্চিন্তার মধ্যে রয়েছে দেশটির বৈধ কাগজপত্র বিহীন অর্ধলক্ষাধিক বাংলাদেশি দম্পতি। উদ্বেগ আর উৎকণ্ঠায় ভুগছে দীর্ঘদিন ধরে দেশটিতে বৈধতার জন্য আইনি লড়াই করা অসংখ্য প্রবাসী বাংলাদেশি পরিবার।
বিগত সময়ের তথ্য অনুযায়ী আমেরিকায় প্রায় অর্ধলক্ষের মতো বাংলাদেশি অভিবাসী রয়েছেন। দীর্ঘদিন ধরে দেশটিতে বৈধতার জন্য আইনি লড়াই করে যাচ্ছেন তারা। তবে এই লড়াই এখন আরও কঠিন হবে যদি ট্রাম্প প্রশাসনের নীতি কার্যকর হয়। কেননা, ট্রাম্পের নতুন নীতি অনুযায়ী বাবা বা মায়ের গ্রিন কার্ড না থাকলে সন্তান আমেরিকায় জন্ম নিলেও দেশটির নাগরিকত্ব পাবে না।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি