Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ২২:০৩, ৩০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:৩০, ৩০ সেপ্টেম্বর ২০২১

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শফি (৬৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল ১১টায় শারজাহ ইন্ডাস্ট্রিয়াল এলাকা-২ এ দুর্ঘটনা ঘটে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

নিহত মোহাম্মদ শফির বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার শিকারপুর গ্রামে। তিনি প্রায় ৫০ বছর ধরে আমিরাতে বাস করে আসছিলেন।

নিহতের নিকটাত্মীয় এবং শারজাহ বাংলাদেশ সমিতির সভাপতি আবুল বাশার বিডিন জানান, ‘শফি শারজার গুবাইবাহ এলাকার নিজ বাসা থেকে তার ব্যবসা প্রতিষ্ঠানে গাড়ি ড্রাইভ করে যাচ্ছিলেন। শারজাহ ইন্ডাস্ট্রিয়াল এলাকা ২ এ পৌঁছালে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিংয়ে থাকা অপর একটি গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় শফিকে স্থানীয় আল কাসেমীয়া হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে।

শারজায় চিটাগং ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক্স নামে নিহত মোহাম্মদ শফির একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার দুই ছেলে প্রকৌশলী। এক ছেলে ও একমাত্র মেয়ে চিকিৎসক।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সমিতি সংলগ্ন মসজিদে নামাজে জানাজা শেষে তাকে শারজাহ কেন্দ্রীয় সমাধি দাফন করা হয়।

এদিকে মোহাম্মদ শফি আমিরাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত মুখ ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়