Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩২, ১ অক্টোবর ২০২১
আপডেট: ২২:৪৭, ১ অক্টোবর ২০২১

দুবাইয়ে বাংলাদেশিদের সঙ্গে প্রবাসকল্যাণ মন্ত্রীর মতবিনিময়

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এসময় তার সঙ্গে ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে দুবাইতে পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত প্রতিষ্ঠান আল ওয়াফা গ্রুপ এবং পারফিউম প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠান আল হারামাইন গ্রুপ অব কোম্পানি, আজমান পরিদর্শন করেন দুই মন্ত্রী।

পরিদর্শনকালে তাঁরা বাংলাদেশি কর্মীদের সার্বিক খোজ খবর নেন। সেই আরব আমিরাতে কাজ করতে গিয়ে কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা সে বিষয়টি জানার চেষ্টা করেন।

মন্ত্রীদের কাছে পেয়ে বাংলাদেশি কর্মীরা নিজেদের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং করোনা মহামারীর কারণে সৃষ্ট সমস্যা সমাধানের অনুরোধ জানান। দুই মন্ত্রী কর্মীদের কথা মনোযোগ দিয়ে শুনে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এরপর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সরকারি সুযোগ সুবিধা প্রদানের সুবিধার্থে সকল প্রবাসী বাংলাদেশি কর্মীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণপূর্বক সকল প্রকার সরকারী সেবার অংশীদার হওয়া এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের অনুরোধ জানান।

প্রবাসী কল্যাণ মন্ত্রীর এ আহ্বানে সাড়া দিয়ে আল ওয়াফা গ্রুপ ও আল হারামাইন গ্রুপের চেয়ারম্যানরা কোম্পানির নিজস্ব খরচে তাদের কোম্পানীতে কর্মরত কর্মীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদের ব্যবস্থা এবং তাদের কর্মীগণকে বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধ করবেন বলে মন্ত্রীকে আশ্বস্ত করেন।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম শফিকুজ্জামান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাসরীন জাহান, দুবাই কনসাল জেনারেল বিএম জানাল হোসাইন, কাউন্সিলর (শ্রম) ফাতেমা জাহান, প্রথম সচিব(শ্রম) মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়