নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৪২, ২ অক্টোবর ২০২১
মালয়েশিয়ায় গ্রেপ্তার হচ্ছেন কাগজপত্রহীন প্রবাসীরা

অবৈধ প্রবাসীদের গ্রেপ্তার করছে মালয়েশিয়া সরকার। ফাইল ছবি।
যেসব বিদেশিদের কোনো কাগজপত্র নেই তাদেরকে গ্রেপ্তার করা শুরু করেছে মালয়েশিয়া সরকার। শুক্রবার ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের সেমেনি এলাকার শ্রমিক হোস্টেলে অভিযান চালিয়ে ৯৫ বাংলাদেশিসহ প্রায় ৩০০ বিদেশি শ্রমিককে আটক করে পুলিশ।
স্থানীয় সময় শুক্রবার ভোরে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেমেনি এলাকায় শ্রমিক হোস্টেলের ৭টি ব্লকে অভিযান চালিয়ে, অবৈধভাবে বসবাস ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৯৫ বাংলাদেশিসহ ২৯৭ জনকে আটক করে দেশটির অভিবাসন বিভাগ।
যদিও দেশটিতে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সময়সীমা রয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। অভিযানে আটক হওয়া ৯৫ বাংলাদেশি ছাড়াও ১১২ জন ইন্দোনেশীয়, ৬৬ জন মিয়ানমার, ১৩ জন ভিয়েতনাম এবং ১ জন ঘানার নাগরিক রয়েছেন। আটক হওয়াদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে বলে জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক।
মহাপরিচালক অভিবাসন বিভাগ পরিচালক খাইরুল যাইমি বিন দাউদ বলেন, আমরা স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়েছি এই কর্মীরা শ্রম আবাসন আইন ও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঘনবসতিপূর্ণভাবে বসবাস করছেন, যা করোনাকালীন এই মুহূর্তে আমাদের জন্য হুমকিস্বরূপ। বারবার অভিবাসী আটকের ঘটনায় আতঙ্কিত দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
তবে এ বিষয়ে কোনো সদুত্তর নেই মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের কাছে। তারা বলছে, কেবল বাংলাদেশি নয়, সব অবৈধ বিদেশি নাগরিকের জন্যই এ অভিযান পরিচালিত হয়ে থাকে।
আইনিউজ/এসডি
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি