নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৫২, ৮ অক্টোবর ২০২১
বাংলাদেশিদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল বাহরাইন

বাহরাইন
করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় বাংলাদেশসহ ১১টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাহরাইন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ সিদ্ধান্ত নেয় বাহরাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আগামী রোববার (১০ অক্টোবর) থেকে সিদ্ধান্ত কার্যকর হবে।
শুক্রবার বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এক টুইটে এ তথ্য জানান। ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
লাল তালিকা থেকে বাদ পড়া অন্য দেশগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, উগান্ডা, মোজাম্বিক, জিম্বাবুয়ে, মালাউই, ইন্দোনেশিয়া, মিয়ানমার, জর্জিয়া ও ইকুয়েডর। তবে তালিকায় নতুন করে যোগ হয়েছে রোমানিয়া।
এদিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, করোনা পরিস্থিতি ইস্যুতে লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে বাহরাইন। ফলে আগামী ১০ অক্টোবর থেকে বাংলাদেশিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন।
আইনিউজ/এসডিপি
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি