Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৮, ১১ অক্টোবর ২০২১

সৌদিতে অবৈধ সিম কার্ডসহ ৭ বাংলাদেশি গ্রেফতার

আকামা (বৈধ কাজের অনুমোদন) বিধি লঙ্ঘনের অভিযোগে সাত বাংলাদেশিকে গ্রেফতার করেছে সৌদি পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। রিয়াদ পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-কারদিস এ কথা জানিয়েছেন। খবর সৌদি গেজেটের।

গ্রেফতাররা সৌদি আরবের নাগরিকদের না জানিয়েই তাদের নাম-ঠিকানা ব্যবহার করে অবৈধভাবে সিম সংগ্রহ করেন। গ্রেফতার বাংলাদেশিরা অবৈধ সিম কার্ড বাণিজ্যে জড়িত বলে জানিয়েছে রিয়াদের পুলিশ।

গ্রেফতারদের হেফাজত থেকে পুলিশ সিম কার্ড উদ্ধার করেছে, যেগুলো রিয়াদ সিটি থেকে সংগ্রহ করা হয়েছে। পুলিশ ১৪৬১টি সিম কার্ড ছাড়াও চারটি ফিঙ্গারপ্রিন্ট রিডার ও নগদ টাকা জব্দ করেছে।

রিয়াদ পুলিশের মুখপাত্র জানিয়েছেন, গ্রেফতার ৩০-৪০ বছর বয়সী বাংলাদেশিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়ে পাবলিক প্রসিকিউটরের কাছে উপস্থাপন করা হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়