Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৩, ২৯ অক্টোবর ২০২১
আপডেট: ২১:১৭, ২৯ অক্টোবর ২০২১

জমকালো অনুষ্ঠানে সিপিএএম ইউকে ক্রিকেট টুর্নামেন্টে সিজন ৬ এর সমাপ্তি

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হল সিপিএএম ইউকে ক্রিকেট টুর্নামেন্টে সিজন-৬ (২০২১)-এর পুরষ্কার বিতরণ ও গালা ডিনার। 

ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অব মৌলভীবাজার ইউকে (সিপিএএম ইউকে)-এর আয়োজনে গত মঙ্গলবার (২৬ অক্টোবর) বার্মিংহামের পিকাডেলি ব্যাংকুয়েটইন হলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিসমাপ্তি হল  সিপিএম ইউকের পুরস্কার বিতরণী ও গালা ডিনার।

বিলেতের বিভিন্ন শহর থেকে সিপিএএম ইউকের সদস্য ও  স্বনামধন্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি ক্রিকেটারদের মিলনমেলায় পরিণত হয়েছিল। এসময় সিপিএম ইউকের সুযোগ্য সাধারণ সম্পাদক সৈয়দ এলাহী পাপ্পু, সালাউদ্দিন সবুজ ও মেঘনা এর প্রাণবন্ত উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সিপিএএম ইউকে সভাপতি রেদওয়ান আহমেদ।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহামের লর্ড মেয়র আফজাল রহমান, সহকারী হাইকমিশনার স্বর্ণালী চন্দ্রা, সাবেক অধিনায়ক পাকিস্তান ক্রিকেট দল মোস্তাক মোহাম্মদ, কমিউনিটি ব্যক্তিত্ব সেলিব্রেটি টমি মিয়া এমবিই কমিউনিটি অ্যাক্টিভিস্ট মাসুদ আহমদ পোস্ট মাউথ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহ জাহান, সাবেক ক্রিকেটার মৌলভীবাজার মুসব্বির আহমেদ খান সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সিপিএএমের ইউকের সিনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্টানে ৮ টি ক্যাটাগরিতে বিজয়ী দলসহ খেলোয়াড়দের অ্যাওয়ার্ড দেওয়া হয়। 

টিম টটেনহাম চ্যালেঞ্জারের খেলোয়াড় রাহাত কাদির সেরা ব্যাটসম্যান, চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ইলেভেনের খেলোয়াড় মাসুদ আহমদকে সেরা বোলারের পুরস্কারসহ তার ব্যাটিং-বোলিং-অলরাউন্ডিং পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসাবে পুরস্কৃত করা হয়।

এছাড়াও আব্দুল মোসাব্বির খান ও জনাব সুহেল আহমদ চৌধুরীকে মৌলভীবাজারের খেলাধূলার উন্নয়নে অসামান্য অবদানের জন্য লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে দিয়ে সম্মাননা দেওয়া হয়।

সাধারণ সম্পাদক সৈয়দ এলাহী পাপ্পু বলেন -সিপিএএম পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারো অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা  জানাই । যে ভাবে শুরু থেকে সিপিএএমকে আপন মহিমায় উদ্ভাসিত উজ্জল আগামীতেও যেন আমরা আমাদের এই অগ্রগতি আরো বেগমান করতে পারি এই দোয়া করবেন।

একইসাথে এই জমকালো অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

জমকালো আয়োজন  উপভোগ করার জন্য বার্মিংহাম সহ যুক্তরাজ্যের  বিভিন্ন এলাকা থেকে প্রচুর শুভানুধ্যায়ী, ক্রীড়ামোদী সহ নানা পেশার মানুষের সমাগম ঘটে। 

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন সিপিএম ইউকের সাংগঠনিক সম্পাদক সৈয়দ করিম রুমেল, ইভেন্ট কো-অর্ডিনেটর লুৎফুর রহমান রাজু ও সিপিএএম ইউকে উপদেষ্টা আকলাসুল মোমিন।

সিপিএএম ইউকে সিজন-৬ (২০২১) ক্রিকেট টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টর ১৮ ম্যাচের লড়াই শেষে ১১ই অক্টোবরের ফাইনালে ফ্রেন্ডস ইলেভেন কার্ডিফ সুপারস্টারকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি ৪টি দল ছিলো- ক্রিক এভেন্জার্স, এ এ চ্যালেঞ্জার্স, টটেনহাম চ্যালেঞ্জার্স, ইলেভেন টাইগার্স। ইউকে প্রবাসী মৌলভীবাজার বিভিন্ন এলাকার প্রতিভাবান খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নেয়। 

উল্লেখ্য, বাংলাদেশের বাইরে বাঙ্গালীদের মধ্যে সিপিএএম ইউকে হচ্ছে সর্ববৃহৎ ক্রিকেট সংগঠন যার আওতায় রয়েছেন প্রায় দেড় শতাধিক সক্রিয় ক্রিকেটার। ইউকের দশবারোটি বড় বড় শহরজুড়ে এই সংগঠনের কর্মকান্ড বিস্তৃত। উক্ত সংগঠন বিভিন্নধরণের সমাজ সেবামূলক কর্ম এবং আর্ত মানবতার সেবায় সর্বদাই সক্রিয়। অনেক নামীদামী ক্রিকেটারগণ এবং সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই সংগঠনের সাথে বিভিন্ন ভাবে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। মূলত, ক্রিকেট বিনোদন নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হলেও এখন বহুমুখী প্রকল্প নিয়ে সংগঠনটির সেবার পরিধি বিস্তৃত।

আইনিউজ/এসডি

 

মৌলভীবাজার পৌরসভায় চলছে ৫৫ কোটি টাকার কাজ, মার্চে শেষ হবে সেন্ট্রাল রোডের কাজ

ত্রিপুরায় কংগ্রেসের গণধর্না | মসজিদে অগ্নিকাণ্ড সংঘটিত হয়নি জানিয়েছে পুলিশ

৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে

ব্রিটেনে এক স্বপ্নবান-শতবর্ষী-সিলেটি দবিরুল ইসলাম | যিনি পেয়েছেন যুক্তরাজ্যের রানীর বিশেষ সম্মাননা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়