নিজস্ব প্রতিবেদক
বছরে প্রতি উপজেলা থেকে গড়ে ১ হাজার জন যাবেন বিদেশ
সরকার বাংলাদেশের প্রতিটি উপজেলা থেকে বছরে গড়ে ১ হাজার কর্মীকে বিদেশে প্রেরণের লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রবাসী কর্মীদের পাঠানো রেমিটেন্স করোনাকালেও বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখেছে।
শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পরপরই বঙ্গবন্ধু দেশের অর্থনীতি পুনর্গঠনে মনোযোগ দিয়েছিলেন এবং মধ্যপ্রাচ্যসহ সকল উন্নত ও উন্নয়নশীল দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে বাংলাদেশের জনগণের জন্য বৈদেশিক কর্মসংস্থানের স্থায়ী ভিত্তি গড়ে তোলেন। বর্তমানে বিশ্বের ১৭৪টি দেশে ১ কোটি ২০ লাখের অধিক বাংলাদেশি অভিবাসী কর্মী কর্মরত রয়েছেন।
তিনি বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতেও প্রবাসী ভাই-বোনেরা ২০২০-২১ অর্থবছরে রেকর্ড পরিমাণ ২৪.৭৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স প্রেরণ করেছেন যা পূর্ববর্তী বছরের তুলনায় ৩৬ শতাংশ বেশি। আমাদের অভিবাসী ভাইবোনদের কষ্টার্জিত রেমিটেন্স বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক আয়ের উৎস।
মন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য দক্ষ জনশক্তির কোনও বিকল্প নেই। যথাযথ প্রশিক্ষণ পেলে আমাদের অভিবাসী ভাইবোনেরা অধিক বেতনে চাকরি করতে পারবেন এবং দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবেন।
- আরও পড়ুন- বিমানের সিটের নিচে মিললো ৮৬ স্বর্ণের বার
ড. মোমেন বলেন, বাংলাদেশ ১ দশমিক ১ মিলিয়ন বাস্তুচ্যুত নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে। এদের টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে চলছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
আইনিউজ/এসডি
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি