প্রবাস ডেস্ক
প্রবাসীদের ফেরত পাঠাচ্ছে গ্রিস, আতঙ্কে দিন কাটাচ্ছেন বাংলাদেশিরা
গ্রিসের বিভিন্ন ডিটেনশন ক্যাম্প ও সেন্টারে অবস্থান করা বাংলাদেশি প্রবাসীদের ডিপোর্ট বা ফেরত পাঠানো শুরু করেছে সেদেশের সরকার। তাঁরা অনেকেই বছরের পর বছর গ্রিসে বসবাস করছিলেন। দীর্ঘ পাঁচ বছর পর গ্রিস এমন সিদ্ধান্ত আবার নিয়েছে। এর ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রিসের বাংলাদেশি প্রবাসীরা, যে কোনওদিন দেশে ফেরত পাঠানো হবে তাদেরও।
এর মধ্যেই গ্রিস সরকার জোরপূর্বক ১৯ জন বাংলাদেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে বলে জানা গেছে।
গ্রিক অভিবাসন ও আশ্রয় মন্ত্রী নোটিস মিতারাচি ইআরটিআইকে জানিয়েছেন, গ্রিস ১০ হাজার ৬২৯ জন অভিবাসীকে নির্বাসন, স্বেচ্ছায় প্রত্যাবর্তন এবং স্থানান্তর করছে। কারণ দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা এখন বেশ ভালো আছে।
তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এ বছর গ্রিস সফর করেছেন এবং আমি আগামী ফেব্রুয়ারিতে ঢাকা সফরে যাওয়ার পরিকল্পনা করছি। এই সহযোগিতা বাংলাদেশের নাগরিকদের মৌসুমী কাজে গ্রিসে আসার আইনি পথের সুযোগ তৈরি করবে। গ্রিস ফ্রন্টেক্স, ইউরোপীয় বর্ডার এবং কোস্ট গার্ড এজেন্সির সাথে সহযোগিতা শুরু করেছে।
প্রবাসীদের ফেরত পাঠাচ্ছে গ্রিস সরকার
গ্রিসের আশ্রয় ও অভিবাসন মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, মোট ১৯ জন বাংলাদেশিকে ফ্রনটেক্সের সহযোগিতায় বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে। বাংলাদেশিদের ডিপোর্টকালে দেশটির মন্ত্রী নোটিস মিতরাচি নিজেও এয়ারপোর্টে উপস্থিত ছিলেন।
এদিকে গ্রিসে অবস্থানকারী বাংলাদেশি প্রবাসীরা গণমাধ্যমকে জানাচ্ছেন, গত ১৯ডিসেম্বর এথেন্সের মেনিদীর আমিগডালেজা ক্যাম্প থেকে ২৩ জন বাংলাদেশিকে ডিপোর্টের জন্য এথেন্সের এলেফথেরিয়োস ভেনিজেলোস বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। তবে তাদের মধ্যে কতজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে তা তাদের জানা নেই। এভাবে প্রতিনিয়ত গ্রিসের নানা ক্যাম্প থেকে স্বদেশ ফেরত পাঠানোর চেষ্টা করে আসছে দেশটির সরকার।
গ্রিস প্রবাসী বাংলাদেশিরা জানান, সরকার রিফিউজি ও আশ্রয় প্রার্থীদের উপর দমনপীড়ন চালাচ্ছে। আন্তর্জাতিক ও ইউরোপীয়ান নীতিমালা ভঙ্গ করে রাতের আঁধারে তুরস্কে প্রতিদিন প্যুশব্যাক করা হচ্ছে। ছিনে নেয়া হয়েছে আবেদনকারীদের ব্যাংক কার্ড।
তবে, এ ব্যাপারে এখন পর্যন্ত গ্রিসের বাংলাদেশ দূতাবাস কোনও তথ্য জানায় নি।
গ্রিসে মানবেতর জীবনযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা
গ্রিসের ডিটেনশন ক্যাম্পগুলোতে অবস্থান করছেন হাজারো বাংলাদেশিরা। সঠিকভাবে যাচাই বাছাই না করে রিজেক্ট করে দেয়া হচ্ছে সকল আবেদন, আপিল। ক্যাম্পগুলোতে প্রচন্ড শীতে চিকিৎসা, অন্ন বস্ত্র, অর্থাভাবে মানবেতর জীবন যাপন করছে রিফিউজিরা।
গ্রিস সরকার তাদের প্রতি অমানবিকতা দেখাচ্ছে এমন অভিযোগও উঠেছে। ২৮ টি সংগঠন ও এনজিও ইউরোপীয়ান ও আন্তর্জাতিক আইন ভঙ্গের দায়ে গ্রিসকে দায়ী করে ইউরোপীয়ান ইউনিয়নে অভিযোগ দায়ের করেছে।
ইউরোপীয় ইউনিয়নের কমিশনার ইলারা ইউহ্যানসান গ্রিসের এমন অমানবিক আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, ক্যাম্পগুলোতে ৭৫ দিন থেকে ঠিকমতো খাবারও দেওয়া হচ্ছে না।
এর আগে চলতি ডিসেম্বরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছিলেন, বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে কর্মী নেবে গ্রিস। বৈধ পথে কর্মী নেয়ার বিষয়ে গ্রিসের আগ্রহ রয়েছে উল্লেখ করে তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে দেশটির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি