Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

আনোয়ার এইচ খান ফাহিম, পর্তুগাল থেকে

প্রকাশিত: ১৬:০৪, ২২ ডিসেম্বর ২০২১

পর্তুগালে সীমিত হচ্ছে বড়দিন ও ইংরেজি বর্ষবরণের আয়োজন

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়েছে পড়ছে। এমন পরিস্থিতিতে পর্তুগালে সীমিত হচ্ছে বড়দিন ও ইংরেজি বর্ষবরণের আয়োজন। 

গত ২১ ডিসেম্বর পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা এ বছর বড়দিন ও ইংরেজি বর্ষবরণ পালনে বাধ্যতামূলক বেশ কিছু বিধিনিষেধ জারি করেছেন। সেগুলো হলো- 

১. রাস্তার একত্রে দশজনের বেশি লোকের কোনো সমগম করা যাবে না।

২. পাবলিক হাইওয়েতে কোনো এলকোহল সেবন না শ্যাম্পেনের বোতলে পূর্বের সময়ের মতো উদযাপন করা যাবে না।

৩. আগামী ২৫ ডিসেম্বর রাত ১২ টা থেকে যেকোনো সামাজিক অনুষ্ঠান এবং স্পোর্টস ভেন্যুতে ঢুকতে হলে কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ঢুকতে হবে।

আরও পড়ুন- বড়দিন-থার্টি ফার্স্ট নাইট আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

৪. এবং এর সাথে আগামী ডিসেম্বরের ২৪, ২৫, ৩০, ৩১ তারিখে এবং ২০২২ সালের জানুয়ারির ১ তারিখে রেস্টুরেন্টেগুলোতে ঢুকতেও কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক।

৫. নাইট ক্লাব, ডিসকো, বার এসব পরবর্তী ঘোষণা পর্যন্ত বন্ধ থাকবে। তবে সরকারের পক্ষ থেকে আর্থিক ক্ষতিতে সহায়তা দেয়া হবে। 

৬. কিন্ডার গার্ডেন বা বাচ্চাদের স্কুল বন্ধ থাকবে। এক্ষেত্রেও পরিবারগুলোকে সরকারি সহায়তা দেয়া হবে। 

৭. টেলি কার্যক্রম বাধ্যমূলক ঘোষণা করা হয়েছে। 

আইনিউজ/আনোয়ার এইচ খান ফাহিম/এসডিপি  

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়