Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

সাইফুল ইসলাম সুমন, দুবাই থেকে

প্রকাশিত: ২০:৪৬, ২৩ ডিসেম্বর ২০২১

শারজাহ স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে বাংলাদেশ কনস্যুলেটের মতবিনিময়

স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৮ ডিসেম্বর শারজাহ  স্টেডিয়ামে বাংলাদেশ কনস্যুলেট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে  সাংবাদিকদের হেনস্থা ও আয়োজনের নানা অনিয়ম নিয়ে গণমাধ্যমের সংবাদ প্রকাশের পর বাংলাদেশ-মিশনের সাথে সাংবাদিকদের সৃষ্ট দূরত্ব কমিয়ে আনতে এক মতবিনিময় বাংলাদেশ কনস্যুলেটে অনুষ্ঠিত হয়েছে।

এতে অনিয়ম ও হেনস্তা প্রসঙ্গে ব্যাখ্যা দেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

তিনি বলেন, এত বড় আয়োজনে অনেক ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। এসব ত্রুটি-বিচ্যুতি থেকে আমাদের একটা শিক্ষা হয়েছে, যা আগামীতে কাজে লাগবে।

তিনি সাংবাদিকদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং আগামীতে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের মর্যাদা রক্ষায় একসাথে কাজ করবেন বলে ঘোষণা দেন।

তিনি অনুষ্ঠানে ত্রুটি-বিচ্যুতি বাদ দিয়ে এ আয়োজনের ভালো দিকগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের দূতালয় প্রধান প্রবাস লামারাং, প্রথম সচিব (শ্রম)  ফকির মনোয়ার হোসেন,  প্রথম সচিব (শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন) মোহাম্মদ রফিকুল আমিন, কনস্যুলেটের দ্বিতীয় সচিব  মোজাফফর আহমেদ। পাশাপাশি প্রবাসে অবস্থানরত সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আইনিউজ/সাইফুল ইসলাম সুমন/এসডি

দেখুন আইনিউজের ভিডিও খবর

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়