প্রবাস ডেস্ক
বাংলাদেশসহ ৩২ দেশ থেকে শ্রমিক নেবে ইতালি

ইতালি
বাংলাদেশসহ ৩২ দেশ থেকে প্রায় ৭০ হাজার শ্রমিক নেওয়ার অনুমোদন দিয়েছে ইতালির মন্ত্রিপরিষদ। ২২ ডিসেম্বর দেশটির মন্ত্রিসভা এ অনুমোদন দেয়। প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি এ সংক্রান্ত বিলে সই করেন।
মন্ত্রিসভায় অনুমোদনের ফলে সিজনাল, নন-সিজনাল (মৌসুমি, অ-মৌসুমি) সহ অন্যান্য ভিসায় মোট ৬৯ হাজার ৭০০ শ্রমিক ইতালিতে কাজ করার সুযোগ পাবেন। মৌসুমি-অমৌসুমিসহ অন্য কোটায় বাংলাদেশসহ ৩২ দেশ থেকে শ্রমিক নেবে ইতালি।
আরও পড়ুন- আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট কার্যক্রম শুরু
৩২টি দেশ হলো- আলবেনিয়া, আলজেরিয়া, বাংলাদেশ, বসনিয়া-হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, আইভরি কোস্ট, মিশর, এল সালভাদর, ইথিওপিয়া, ফিলিপাইন, গাম্বিয়া, ঘানা, জাপান, গুয়াতেমালা, ভারত, কসোভো, মালি, মরক্কো, মরিশাস, মলদোভা , মন্টিনিগ্রো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র, সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা, সুদান, তিউনিসিয়া ও ইউক্রেন।
কৃষি ছাড়াও মালামাল পরিবহন, ট্যুরিজম, পর্যটন হোটেল, নির্মাণ কাজের জন্য শ্রমিকরা ইতালি এসে কাজ করতে পারবে। তবে শ্রমিক নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত গেজেট হয়নি। কবে থেকে আবেদন জমা নেওয়া হবে, তা জানা যায়নি। স্থানীয়রা বলছেন, শিগগিরই চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
আরও পড়ুন- যুক্তরাষ্ট্রে ২০২২ সালে যেতে পারবেন অতিরিক্ত ২০ হাজার প্রবাসী
এ বিষয়ে ইতালি জাসদের আন্তর্জাতিক সম্পাদক অ্যাড. আনিচুজ্জামান আনিচ বলেন, এবার সিজনাল (কৃষি) ভিসায় বেশি শ্রমিক আনা হবে। করোনায় কৃষিতে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতেই ইতালি সরকার দ্রুত ৪২ হাজার শ্রমিক আনবে। নন-সিজনাল ভিসার প্রক্রিয়া অনেকটা জটিল। ১২ বছর আগে এটি অনেকটাই উন্মুক্ত ছিল। গত দুই টার্মে বিভিন্ন নিয়মের বেড়াজালে কঠিন করেছে। বাংলাদেশের জন্য কোটা এক হাজারেরও কম হতে পারে।
এ ব্যাপারে রোমের চেম্বার অব কমার্স অ্যান্ড ল চেয়ারম্যান মোক্তার হোসেন মার্ক বলেন, ইতালি শ্রমিক আনবে, তা নিশ্চিত। তবে কোন প্রক্রিয়ায় শ্রমিক ইতালিতে আসবে, তা এখনো স্পষ্ট নয়। অফিসিয়াল গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত তা বলাও যাচ্ছে না।
আইনিউজ/এসডিপি
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি