Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৪, ২৭ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৭:৫৪, ২৭ ডিসেম্বর ২০২১

জর্ডানে নতুন গার্মেন্টস ফ্যাক্টরি, বাংলাদেশ থেকে নিয়োগ পাবেন ৭ হাজার কর্মী

জর্ডানের বন্দরনগরী আকাবায় GIA Apparels নামে গার্মেন্টস ফ্যাক্টরি উদ্বোধন করা হয়েছে। যাতে বাংলাদেশ থেকে ৭ হাজার কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। 

রোববার (২৬ ডিসেম্বর) বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান এ গার্মেন্টস ফ্যাক্টরি উদ্বোধন করেন।পরে বাংলাদেশ থেকে নতুন কর্মীদের সাথে মতবিনিময় করেন।

এপারেলসের উর্ধ্বতন কর্মকর্তাগণ রাষ্ট্রদূতকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, এ এপারেলসে আগামী এক বছরে বাংলাদেশ থেকে ৭ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ থেকে ১৫৪ জন কর্মী কাজে যোগ দিয়েছে।

আরও পড়ুন- বাংলাদেশসহ ৩২ দেশ থেকে শ্রমিক নেবে ইতালি

নাহিদা সোবহান কোম্পানির নিয়ম-কানুন ও জর্ডানের স্থানীয় আইন মেনে চলা, কোন ধরনের গুজবে কান না দেয়া, অবৈধ হওয়ার চেষ্টা না করা, স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্যোক্তা ও কর্মীদের পরামর্শ প্রদান করেন। বাংলাদেশ দূতাবাস সর্বদাই কর্মীদের যে কোন প্রয়োজনে পাশে রয়েছে তিনি সকলকে আশ্বস্ত করেন। একই সাথে এপারেলসের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। 

আরও পড়ুন- যুক্তরাষ্ট্রে ২০২২ সালে যেতে পারবেন অতিরিক্ত ২০ হাজার প্রবাসী

এছাড়া, নাহিদা সোবহান আকাবায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সাথে এক মতবিনিময় সভায় তাদের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

আইনিউজ/এসডিপি 

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়