Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

আনোয়ার এইচ খান ফাহিম, পতুর্গাল থেকে

প্রকাশিত: ১৪:৩৬, ২৮ ডিসেম্বর ২০২১

পর্তুগাল বাংলা প্রেসক্লাব পালন করল বিজয়ের ৫০ বছর

বিজয়ের ৫০ বছর উদযাপন করল পর্তুগালে অবস্থানরত বাংলা গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন ‘পর্তুগাল বাংলা প্রেসক্লাব’।

‘এসো মিলে একসাথে,  বিজয়ের উল্লাসে’ এই স্লোগানে পর্তুগালের রাজধানী লিসবনের মার্তিম মনিজের পর্তুগাল মাল্টি কালচারাল একাডেমীর হল রুমে গত ২৬ ডিসেম্বর রাত সাড়ে ৮টা থেকে সরকার কর্তৃক বিধিনিষেধ মেনে সীমিত পরিসরে অনুষ্ঠান শুরু হয়। 

সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চালনায় সংগঠনের সভাপতি রনি মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন সংগঠনের সহ-সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী। 

আরও পড়ুন- পর্তুগালে সীমিত হচ্ছে বড়দিন ও ইংরেজি বর্ষবরণের আয়োজন

বিজয় দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জহিরুল মুন, এফ.আই রনি, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার এইচ খান ফাহিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ, নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ তানভীর।

আলোচনায় বক্তাগণ স্বাধীনতা থেকে বিজয় অর্জনের দীর্ঘ নয় মাসের মুক্তিযোদ্ধার সময়ের গুরুত্ব ও তাৎপর্য সেই সাথে পর্তুগাল বাংলা প্রেসক্লবের আদর্শ ও উদ্দেশ্য আগত অতিথিদের মাঝে উপস্থাপন করেন।

আরও পড়ুন- আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে নতুন প্রজন্মের শিশু-কিশোর এবং কমিউনিটির ব্যক্তিবর্গদের নিয়ে কেক কেটে সূচনা করা হয়। মনোমুগ্ধকর অনুষ্ঠানের শুরুতে লাল সবুজের মাঝে বাংলাদেশ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। পরে প্রবাসী বাংলাদেশী নৃত্যশিল্পী সাদিয়া দেশাত্মবোধক গানে নৃত্য পরিবেশন করেন। প্রবাসী সংগীতশিল্পী এফ আই রনি, সংগীতা খান ও বিথী নিশান দেশাত্মবোধক এবং বাংলাদেশের জনপ্রিয় গানগুলো গেয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন।

অনুষ্ঠানে পর্তুগালে অবস্থিত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বপরিবারে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ রানা তাসলিম উদ্দিন, জহিরুল আলম জসিম, আবুল কালাম আজাদ, আফজাল হোসেন, রাজিব আল মামুন, রনি হোসাইন, তানভীর আলম জনি, লিটন আহমেদ, মিলন ব্যাপারী প্রমুখ।

আরও পড়ুন- প্রবাসীদের ফেরত পাঠাচ্ছে গ্রিস, আতঙ্কে দিন কাটাচ্ছেন বাংলাদেশিরা

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক  রাসেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার এইচ খান ফাহিম, কোষাধক্ষ্য জাহিদ কায়সার, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ জাহান, প্রচার সম্পাদক এনামুল হক, আন্তর্জাতিক সম্পাদক প্রিন্স আহমেদ, সদস্য হাসান কোরাইশী।

অনুষ্ঠানের শেষে আগত অতিথিদের উদ্দেশ্যে দেশীয় নানা রকমের পিঠা-পায়েসসহ রাতের খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়।

আইনিউজ/আনোয়ার এইচ খান ফাহিম/এসডিপি 

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়