Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

সাইফুল ইসলাম সুমন, দুবাই থেকে

প্রকাশিত: ২১:৫১, ৩১ ডিসেম্বর ২০২১

দুবাইয়ে বাংলাদেশি মালিকানায় প্রথম আমের সেন্টার উদ্বোধন

আমিরাতের ব্যস্ততম নগরী দুবাইয়ের হায়াত রিজেন্সী হোটেলের পাশে বাংলাদেশি মালিকানাধীন আমের সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে। গত শনিবার (২৫ ডিসেম্বর) উপস্থিত থেকে ফিতা কেটে আমের সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন এবং দুবাই সরকারের ড. আহমেদ আল নুসেইরাত। 

এই প্রথম বাংলাদেশি মালিকানায় এমন প্রতিষ্ঠানের যাত্রা হওয়াতে প্রবাসীরা আনন্দ প্রকাশ করছেন। এ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোগ নেন বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ)। 

আমের বা তাহশিলে সেবা নিতে বাংলাদেশিরা ভাষাগত দিকে আগে যে সমস্যায় পড়ত এ প্রতিষ্ঠান হওয়াতে দুবাই ও উত্তর আমিরাতের বিশাল বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য তা বন্ধুর মতো সেবা পাবার আশায় প্রবাসীরা। 

এ সময় বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান কামাল হোসেন সুমন, পরিচালক ইসমাইল গণি চৌধুরী, সিআইপি ইবারাহিম আফলাতুন , প্রকৌশলী জহির রায়হান, মোহাম্মদ ইয়াহিয়া, জাফর চৌধুরী, মিহির ব্রাগনোরা, মোহাম্মদ আব্বাস, সিরাজুল ইসলাম সোহাগ। 

এ সময় কমিউনিটি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক আব্দুস সবুর, সিআইপি মাহাবুব আলম মানিক, শামসুল হক মিজান, হাজী শফিকুল ইসলাম, ড. আবুল ফজল, হাবিবুর রহমান, ইয়াকুব সুনিক, আব্দুল মান্নান, আজম খান ও আব্দুল কাদেরসহ অনেকে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়