সাইফুল ইসলাম সুমন, দুবাই থেকে
আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের মিলন মেলা

নতুন বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত গণমাধ্যমকর্মীরা ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন একখণ্ড বাংলাদেশকে। কাঁধে কাঁধ মিলিয়ে সকল প্রকার মতপার্থক্য ভুলে প্রিয় বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার অঙ্গীকার করলেন বাংলাদেশি এইসব কলম সৈনিকরা।
এই ঐক্য কোনো সংগঠনের ব্যানারে নয়। আয়োজনের একমাত্র পরিচয় ছিল আমরা বাংলাদেশি গণমাধ্যম কর্মী। এই আহবানের স্বতঃস্ফূর্তভাবে হাজির হয়েছিলেন আমিরাতের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং অনলাইন মিডিয়ার এক ঝাঁক কলম সৈনিক।
আরও পড়ুন- ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন
শারজার খ্যাতনামা হুদায়বিয়া রেস্টুরেন্টের প্রান্তরে, রোববার বিকাল জুড়ে প্রতিটি কলাম সৈনিকের আত্মপ্রত্যয়ে ছিল মাতৃভূমির গৌরব গাঁথা ইতিহাসের গল্প। এই গল্প শোনার সারথি হয়েছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসাইন।
দুপুর ১২ থেকে গণমাধ্যমকর্মীরা লাল টি-শার্ট পরে মিলন মেলায় হাজির হয়েছিলেন। দুপুর দুইটায় যখন সবুজ পাঞ্জাবি পরে কন্সাল জেনারেল বি এম জামাল হোসাইন অনুষ্ঠানস্থলে আসেন তখন লাল-সবুজের মিশ্রণ ঘটে। নানারকম প্রতিযোগিতার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সাথে প্রাণবন্ত আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বি এম জামাল হোসাইন।
আরও পড়ুন- দুবাইয়ে বাংলাদেশি মালিকানায় প্রথম আমের সেন্টার উদ্বোধন
শুরুতে স্বাগত বক্তব্য নিয়ে নিয়ে আসেন সময় সংবাদ এর আমিরাত প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শিবলী আল সাদিক। মিলন মেলা নিয়ে বক্তব্য রাখেন প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ও একুশে টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, আর টিভি প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়, দুর্জয় টিভির সম্পাদক এমএ মুছা ,৭১ টিভির প্রতিনিধি ও ৫২ টিভির সম্পাদক লুৎফুর রহমান, বাংলা টিভির প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, বাংলা টিভি ও কালের কণ্ঠের প্রতিনিধি আব্দুল মান্নান, দৈনিক পূর্বকোণের প্রতিনিধি নাসিম উদ্দিন আকাশ, নিউজ ২৪ এর প্রতিনিধি আব্দুল আলিম সাইফুল, মাই টিভির প্রতিনিধি শামসুর রহমান সোহেল, ৫২ টিভির বার্তা সম্পাদিকা তিশা সেন, সি প্লাস টিভির আমিরাত প্রতিনিধি ইশতিয়াক আসিফ, ৫২ টিভির বার্তা প্রধান আমিনুল হক, ৭১ টিভির ফটো সাংবাদিক জাবেদ আহমদ, বাংলাদেশ সমাচারের চট্টগ্রামের বিশেষ প্রতিনিধি গিয়াস উদ্দিন সিকদার, এটিএন বাংলার প্রতিনিধি ওবায়দুল হক মানিক, কে টিভির প্রতিনিধি নুরুল্লাহ খান, সিএনএন বাংলার প্রতিনিধি ওসমান চৌধুরী, দি বাংলাদেশ টুডের প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, এসএন টিভির প্রতিনিধি মামুন মাহিন, সিপ্লাসটিভির ক্যামেরাপারসন ইমতিয়াজ আহমেদ, সিপ্লাসটিভির ক্যামেরাপারসন ফিরোজ খান।
আইনিউজ/সাইফুল ইসলাম সুমন/এসডিপি
আইনিউজ ভিডিও
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি