Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৪, ১২ জানুয়ারি ২০২২
আপডেট: ১৪:৩৫, ১২ জানুয়ারি ২০২২

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে সারপ্রাইজ দিতে হেলিকপ্টারে বাড়ি আসলেন সৌদি প্রবাসী

প্রবাসে গিয়েও এতোটুকু কমেনি স্ত্রীর প্রতি ভালোবাসা। আর তাই বিবাহবার্ষিকীতে স্ত্রীকে অন্যরকম একটি পদ্ধতিতে সারপ্রাইজ দিলেন সৌদি প্রবাসী সুজন ইব্রাহিম। সৌদি আরব থেকে বিমানবন্দরে এসে গাড়ি নিয়ে তিনি বাড়ি আসেননি, হেলিকপ্টার নিয়ে বাড়িতে এসে চমকে দিলেন প্রিয়তমা স্ত্রীকে।

এই দম্পতিকে বরণ করে নিতে মঙ্গলবার (১১ জানুয়ারি) তাদের এলাকায় ছিল বিশাল আয়োজন। 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সুজন ইব্রাহিম সপরিবারে সৌদি আরবে থাকেন। সেখানে তিনি সফল ব্যবসায়ী। স্ত্রী মোছা. সাবেকুন্নাহারের বাড়িও একই উপজেলার নানশ্রী গ্রামে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) ছিল সুজন ইব্রাহিম ও সাবেকুন্নাহারের পঞ্চম বিবাহবার্ষিকী। ইব্রাহিম স্ত্রীকে আগেই বলে রেখেছিলেন, এ দিনটিতে তার জন্য একটি চমক রয়েছে। সেই চমক দেখাতে বিবাহবার্ষিকীতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন সুজন। দুপুর ১২টার দিকে তাদের বহন করা হেলিকপ্টারটি করিমগঞ্জ সদরের হেলিপ্যাডে অবতরণ করে।

আত্মীয়-স্বজন ও এলাকাবাসী সুজনের এ আয়োজনের কথা আগেই জানতেন। তাই সকাল থেকেই তারা হেলিপ্যাডে ছিলেন। সুজন-সাবেকুন্নাহার দম্পতিকে ফুলেল সংবর্ধনা দেন তারা। শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করে তাদেরকে বাড়িতে নিয়ে আসা হয়। এ দৃশ্য দেখতে রাস্তার দুপাশে শত শত মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সৌদি আরবে সুজন ইব্রাহিমের টাইম কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি। করোনার সময় অনেক বাংলাদেশি প্রবাসীর চাকরি চলে গেলে তাদের চাকরির ব্যবস্থাসহ নানাভাবে সহযোগিতা করেন সুজন।

আইনিউজ/এসডি

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়