নিজস্ব প্রতিবেদক, আইনিউজ
আপডেট: ১৪:৩৯, ২৮ জানুয়ারি ২০২২
সৌদিতে বাংলাদেশিকে ‘খুন’ পাকিস্তানি যুবকের

নিহত প্রবাসি বশির আহমেদ (২৪)
সৌদি আরবে ভ্যাক্সিন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক বাংলাদেশি প্রবাসীর গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে পাকিস্তানি কয়েকজন যুবকের বিরুদ্ধে। এতে জড়িত সন্দেহে দুই পাকিস্তানি ও এক বাংলাদেশিকে আটক করেছে সৌদি পুলিশ।
গত রোববার রাতে সৌদি আরবের আল কাসিম শহরের বরাইদা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি যুবকের নাম বশির আহমেদ (২৪)। তিনি কুমিল্লা চান্দিনার তুলাতলি গ্রামের বাসিন্দা।
এদিকে বশিরের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। ছেলের মৃত্যুতে মা কমলা বিবি বার বার বিলাপ করে মূর্ছা যাচ্ছিলেন।
পরিবারের লোকজন বিবৃতি অনুযায়ী, চার ভাইয়ের মধ্যে সবার ছোট বশির প্রায় পাঁচ বছর আগে সৌদি আরবে। সেখানে যে কোম্পানিতে কাজ করতেন, সে কোম্পানির কয়েকজন পাকিস্তানির সঙ্গে বন্ধুত্ব হয় তার।
বন্ধুত্বের সুবাদে কােম্পানির একটি ক্যাম্পে একসঙ্গেই থাকতেন তারা। রোববার রাতে পাকিস্তানি বন্ধুরা ওই শহরের কােনো এক নির্জন জায়গায় নিয়ে গলা কেটে হত্যা করে বশিরকে। রাতে ক্যাম্পে না ফেরায় কাছের একটি থানায় যােগাযাগ করে বশিরের স্বজনরা।
নিহত বশিরের বড় ভাই জানান, বশির যে ক্যাম্পে থাকতেন, সেখানে কয়েকজন পাকিস্তানিও থাকতেন। রোববার রাতে পাকিস্তানি কয়েকজন শ্রমিক বশিরকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তার আর খোঁজ পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘বশির গত কয়েক মাস বাড়িতে টাকা পাঠায়নি। টাকাগুলো তার কাছেই ছিল। ওই টাকার লোভে পাকিস্তানি যুবকরা কৌশলে ক্যাম্প থেকে ডেকে নিয়ে আমার ভাইকে হত্যা করেছে।
‘রাতে বশির ফিরে না আসলে, তাদের জিজ্ঞেস করলে তারা কেউ বলে বশির হসপিটালে গেছে, কেউ বলে হোটেলে খেতে গেছে। আবার কেউ বলে দূরে ঘুরতে গেছে। পরে আমি বিষয়টি পুলিশকে জানাই। পুলিশ পাকিস্তানি দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে ওই দুই যুবক হত্যার কথা স্বীকার করেছে।’
এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুন নাহার নিউজবাংলাকে বলেন, ‘সৌদিতে বশির আহমেদ নামের একজনকে খুন করা হয়েছে বলে শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবার আমাদের সঙ্গে যােগাযাগ করলে আর্থিক সহায়তা পাওয়ার জন্য আমরা সহযাগিতা করব।’
আইনিউজ/এমজিএম
আইনিউজ ভিডিও
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি