প্রবাস ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিহত বাংলাদেশি ব্যবসায়ী গোলাম মোস্তফা মাসুদ
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় দিকে জোহানেসবার্গের থাবাংচুতে ব্যবসায়ীর নিজ দোকানে এই ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশি ব্যবসায়ীর নাম গোলাম মোস্তফা মাসুদ (৩৮)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর গ্রামের মৃত জয়নাল আবেদিন মেম্বারের ছোট ছেলে।
আরও পড়ুন- নিউইয়র্কে ছুরিকাঘাতে বাংলাদেশি বংশোদ্ভূত নিহত
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় চারজনের সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দল ওই প্রতিষ্ঠানে ঢুকে মাসুদকে পেছন থেকে গুলি করে হত্যা করে। এ সময় দোকানে থাকা ফেনীর দাগনভূঞা এলাকার সাখাওয়াত হোসেন নামে আরেকজনের পায়ে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে পালিয়ে রক্ষা পেয়েছেন। এরপর অস্ত্রধারী সন্ত্রাসীরা পুরো ব্যবসাপ্রতিষ্ঠানের সব মালামাল লুট করে নিয়ে যায়।
নিহতের ভাই গোলাম সারওয়ার জানান, ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় যান মাসুদ। সেখানে অপর এক বাঙালির সঙ্গে মিলে ব্যবসা করতেন তিনি। সর্বশেষ তিনি ২০১৯ সালে দেশে এসে ২০২০ সালের জানুয়ারিতে আফ্রিকায় ফিরে যান। এটাই ছিল বৃদ্ধ মাসহ পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে তাঁর শেষ বিদায়।
আরও পড়ুন- সৌদিতে বাংলাদেশিকে ‘খুন’ পাকিস্তানি যুবকের
নিহতের ভাই আরও জানান, আফ্রিকায় বাঙালি কমিউনিটি ও কয়েকজন স্বজনের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। দুই-তিন দিনের মধ্যেই মাসুদের মরদেহ বাংলাদেশে আসবে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি