Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ২০:৪০, ২৪ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ২০:৪১, ২৪ ফেব্রুয়ারি ২০২২

রাশিয়ার হামলা: ইউক্রেনে থাকা বাংলাদেশিদের সরিয়ে নেওয়া হচ্ছে পোল্যান্ডে

রাশিয়ার সাথে উত্তাপ ইউক্রেনে যুদ্ধাবস্থার সৃষ্টি করেছে। ইউক্রেনে ক্ষেপনাস্ত্র নিয়ে হামলা করছে রাশিয়া, সারা বিশ্বে থমথমে পরিস্থিতি। এমন অবস্থায় বিপাকে পড়েছেন ইউক্রেনে অবস্থানকারী প্রবাসীরা। তবে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পোল্যান্ডে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।

পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের ধারণা ইউক্রেনে প্রায় ৫০০ বাংলাদেশি রয়েছেন। যুদ্ধের দামামার মধ্যে সম্প্রতি তাদেরকে নিজ উদ্যোগে পোল্যান্ড সীমান্তে চলে আসার পরামর্শ দেওয়া হয়েছিল। সেখান থেকে দূতাবাস তাদের সরিয়ে নিতে সহযোগিতা করবে।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকালে মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ২৩ ফেব্রুয়ারি পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনে থাকা বাংলাদেশিদের নিরাপদ জায়গায় থাকার নির্দেশনা দিয়েছিল।

শাহরিয়ার আলম বলেন, ‘পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কয়েক দিন ধরে ইউক্রেনে থাকা বাংলাদেশিদের সঙ্গে নিয়মিত বৈঠক করে মতামত নিচ্ছে। এই গ্রুপে এখন পর্যন্ত ২৫০ বাংলাদেশি যুক্ত হয়েছেন। আমরা মনে করছি পূর্ণ সংখ্যাটি ৫০০ জনের মতো হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ২৫০ বাংলাদেশিকে পোল্যান্ডে সরিয়ে নেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে পোল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তবে এসব বাংলাদেশির পোল্যান্ড প্রবেশের জন্য অন অ্যারাইভাল ভিসা দিতে বাংলাদেশের পক্ষ থেকে দেশটিকে অনুরোধ করা হয়েছে।

শাহরিয়ার আলম বলেন, ‘পোল্যান্ড সরকার জরুরি ভিত্তিতে এসব বাংলাদেশিদের ভিসার ব্যবস্থা করবে। এ প্রক্রিয়া এখনো বাস্তবায়ন শুরু হয়নি। পোল্যাণ্ডে বাংলাদেশ দূতাবাস ২৫০ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করবে। এছাড়া দূতাবাসের জরুরি কার্যক্রম পরিচালনার জন্য ইতালি ও জার্মানিতে থাকা বাংলাদেশ দূতাবাস থেকে বাড়তি লোকবল পোল্যান্ডে পাঠানো হচ্ছে।’

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, যুদ্ধের মধ্যে ইউক্রেনে বিপাকে পড়া অন্য দেশের নাগরিকদের পোল্যান্ড সরকার ১৫ দিন পর্যন্ত থাকতে দেবে। তবে বাংলাদেশের চেষ্টা থাকবে এর থেকে কম সময়ের মধ্যে সেখান থেকে বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার। পোল্যান্ডে এসব বাংলাদেশিরা বাংলাদেশ সরকারের খরচে থাকবে, সেই প্রস্ততি চলছে।’

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘোষণার পর রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণ শুরু করেছে। দেশটির রাজধানী কিয়েভসহ বড় শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা ও বিস্ফোরণের খবর এসেছে।

আতঙ্কিত মানুষের কিয়েভ ছেড়ে পালানোর মধ্যে এক মাসের জরুরি অবস্থা জারি করেছে ইউক্রেন। সবশেষ খবর পর্যন্ত অন্তত ৪০ ইউক্রেনীয় সেনা আর ১০ নাগরিকের মৃত্যুর খবর পেয়েছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তপক্ষ। একইসঙ্গে দেশটি ৫০ রুশ সেনার মৃত্যুর খবর দিলেও রাশিয়ার তরফে কোনো বক্তব্য আসেনি।

আইনিউজ/এসডি

আইনিউজে দেখুন আরও ভিডিও খবর

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়