Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১১:২৯, ১১ মার্চ ২০২২

লন্ডনে বাংলায় লেখা হলো ট্রেন স্টেশনের নাম

লন্ডনের ব্রিকলেনে বাংলাদেশিরা বসবাস করে আসছেন বহুকাল ধরে। পূর্ব লন্ডনে এটি বাংলাদেশিদের আদি-ঠিকানা। বাংলাদেশি কমিউনিটির মানুষ সেখানে বড় সংখ্যায় থাকায়, অনেক দোকানপাটের নামও বাংলায় লেখা রয়েছে। কিন্তু এবার দেখা গেলো অন্যরকম এক চিত্র- এলাকার ট্রেন স্টেশনের নামও লেখা হলো বাংলা অক্ষরে ‘হোয়াইটচ্যাপেল স্টেশন’।

প্রতিদিন এই স্টেশন দিয়ে চলাচল করেন বিভিন্ন ভাষাভাষী ও জাতিসত্তার হাজার হাজার মানুষ। এখন থেকে তারা ইংরেজির পাশাপাশি বাংলায় দেখবেন হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম। সম্প্রতি নতুন সাইন‌বোর্ডটি স্টেশ‌নে যুক্ত করা হয়। 

স্টেশনের প্রবেশমুখে ইংরেজির সাথে সেখানে দেখা যাচ্ছে বাংলা হরফে লেখা নাম। আর তাঁতে উচ্ছসিত স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। 

সংশ্লিষ্ঠরা বলছেন, এর মধ্য দিয়ে লন্ড‌নে বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদি‌নের প্রত‌্যাশা পূরণ হয়েছে।

সেখান থেকে সাপ্তা‌হিক সুরমার বার্তা সম্পাদক ক‌বি আব্দুল কাইয়ুম বলেন, ‘স্টেশনটিতে বাংলা সাইনবোর্ড বসানোর জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবরে লিখিত আবেদন করেছিলেন আমার শ্বশুর আব্দুল কাইয়ূম চৌধুরী। আবেদনটি গৃহীত হওয়ার পরপরই লোকাল অথোরিটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তা বাস্তবায়নে উদ্যোগী হয়। আজকের এই আনন্দঘন মুহূর্তে উনিসহ বিভিন্নভাবে যারা ক্যাম্পেইন করেছিলেন একজন বাঙালি হিসেবে আমি ব্যক্তিগতভাবে তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।’

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়