Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৬, ৩১ মার্চ ২০২২
আপডেট: ১৯:৫৮, ৩১ মার্চ ২০২২

শুধু জানুয়ারিতে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে গেছেন ১০ হাজার শিক্ষার্থী

চলতি বছরের জানুয়ারি সেশনেই যুক্তরাজ্যে উচ্চ শিক্ষার জন্য গেছেন বাংলাদেশের ১০ হাজার শিক্ষার্থী। আগামী সেপ্টেম্বর সেশনে এই সংখ্যা দ্বিগুণ হবে বলে আশা করছে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণেচ্ছুদের জন্য বিশ্বব্যাপী বিনামূল্যে পরামর্শ ও সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠান টিসিএল গ্লোবাল লিমিটেড।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর উত্তরার জমজম টাওয়ারে বিদেশে উচ্চ শিক্ষা নিতে আগ্রহীদের জন্য সবচেয়ে বড় শিক্ষা মেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক এস এম সালাহ উদ্দীন।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের ইউনিভার্টি অব পোর্টস মাউথ, নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্টি, আলস্টার ইউনিভার্টি, ডি-মন্টফোর্ট ইউনিভার্টি, যুক্তরাষ্ট্রের ট্রাইন ইউনিভার্টিসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি অ্যাসেসমেন্ট নিয়েছে দেশগুলোতে উচ্চশিক্ষা গ্রহণেচ্ছু ছাত্র-ছাত্রীরা।

উল্লেখ্য যে, টিসিএল গ্লোবাল লিমিটেড গত ১০ বছর ধরে বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশের শিক্ষার্থীদের বিনামূল্যে পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে।

অনুষ্ঠানে ১০০টির ও বেশি ইউনিভার্সিটি থেকে সরাসরি অ্যাসেসমেন্ট নেওয়ার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের এক্সামিনেশন সার্ভিসের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট সারওয়াত মাসুদা রেজা, টিসিএল গ্লোবালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক সাইদুর রহমান, বাংলাদেশ ব্যবস্থাপক নূর হাসান মাহমুদ এবং মাইলস্টোন কলেজের চিফ কো-অর্ডিনেটর মোহাম্মদ সোবহান।

আরো বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, এক্সামিনেশন সার্ভিসের সারওয়াত মাসুদা রেজা, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক সাইদুর রহমান।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টস মাউথ, নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটি, আলস্টার ইউনিভার্সিটি, ডিমনপোর্ট ইউনিভার্সিটিসহ যুক্তরাষ্ট্রের ট্রাইন ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়