Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪১, ৩ এপ্রিল ২০২২
আপডেট: ১৭:৪৬, ৩ এপ্রিল ২০২২

সুইডেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা একে সুজাউল করিম আর নেই

বীর মুক্তিযোদ্ধা একে সুজাউল করিম

বীর মুক্তিযোদ্ধা একে সুজাউল করিম

সুইডেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা একে সুজাউল করিম আর নেই। তিনি আজ শনিবার (৩ এপ্রিল) সুইডেন স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা এবং বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১ টার দিকে সুইডেনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

একে সুজাউল করিমের বন্ধু মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডা. এম এ আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

একে সুজাউল করিম দীর্ঘদিন ধরে গলায় ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে সুইডেনের স্টকহোমে বসবাস করে আসছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ছেলেমেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। 

একে সুজাউল করিমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপন গ্রামে। তাঁর শৈশব কেটেছে সদর উপজেলার বালিকান্দি গ্রামে নানাবাড়িতে। 

একে সুজাউল করিমের বন্ধু সৈয়দ আব্দুল মোতালিত রনজু জানান, একে সুজাউল করিম ভালো গাইতেন। ভালো ফুটবলার ছিলেন। লেখালেখিও করতেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন একে সুজাউল করিম। তিনি গান গেয়ে মানুষকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করতেন।

একে সুজাউল করিম ১৯৭০ সালে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পর জাসদ রাজনীতিতে যুক্ত হন। পরে সুইডেনে চলে যান। তিনি মহান মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল চিন্তা ধারণ করতেন।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

ঐতিহ্যবাহী আলী আমজাদ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা 

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়