Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩, ৬ মে ২০২২

ফিলিপাইনে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

গত বৃহস্পতিবার (৫ এপ্রিল) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আনোয়ার হোসেন (৬৩) নামের এক বাংলাদেশীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কাইচাইল গ্রামের বাসিন্দা। তিনি ফিলিপাইনে গার্মেন্টসের ব্যবসা করতেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তার পাশে ফুটপাতে হাঁটার সময় আনোয়ার হোসেনকে পেছন থেকে এক ব্যক্তি মাথায় গুলি করে দৌড়ে পালিয়ে যায়।

জানা যায়, ২৬ বছর ধরে ফিলিপাইনে বসবাস করেন আনোয়ার হোসেন এবং প্রায় ১২ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য নিয়ে ফিলিপাইনে বিক্রি করে আসছিলেন আনোয়ার। ফিলিপাইনে গার্মেন্টস ব্যবসার অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন তিনি।

ফিলিপাইনে জানাজার পর তার লাশ ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

এদিকে আনোয়ারের পরিবার জানায় নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ফিলিপাইন পুলিশ।

আইনিউজ/এমজিএম

 

আইনিউজ ভিডিও

সিলেট বিভাগের সবচেয়ে বড় এ ঈদগাহে নামাজ পড়বে ১৬ হাজার মানুষ

শহরে বেদে নারীদের চাঁদাবাজি, তাদের লক্ষ্য নিরীহ পথচারী ও যাত্রী

অনুরাধা রায় ও তার শিক্ষার্থীদের কণ্ঠে মুগ্ধতা ছড়ানো ইসলামিক গজল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়