Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল

প্রকাশিত: ২২:০৮, ৯ মে ২০২২
আপডেট: ২২:১১, ৯ মে ২০২২

ব্রিটে‌নে কাউন্সিলর হয়ে ইতিহাস গড়লেন শ্রীমঙ্গলের জে‌রিন

শাহা‌নিয়া চৌধুরী জে‌রিন

শাহা‌নিয়া চৌধুরী জে‌রিন

বৃটেনের মূল ধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে সে দেশের নির্বাচনে অংশগ্রহণ করে ধারাবাহিক সাফল্য অর্জন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী মৌলভীবাজার জেলার বাসিন্দারা। বিদেশের মাটিতে তাদের এমন সাফল্যে দেশের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা বাড়ছে। বৃটেনের স্থানীয় নির্বাচনে তাদের এমন বিজয়ের সংবাদে আনন্দে উৎফুল্ল মৌলভীবাজার জেলাসহ বিভিন্ন উপজেলার মানুষ।

এর মধ্যে ইতিহাস গড়লেন শ্রীমঙ্গলের কালাপুর এলাকার কৃতি সন্তান শাহা‌নিয়া চৌধুরী জে‌রিন।

হ্যারো এলাকা থে‌কে লেবার পার্টির হয়ে প্রতিদ্বন্দিতা করে কাউন্সিলর নির্বাচিত হন। শ্রীমঙ্গলের একমাত্র নারী যিনি অসামান্য অবদান রেখে শ্রীমঙ্গলবাসীকে গর্বিত করেছেন। শ্রীমঙ্গ‌লের কালাপুর ইউনিয়নে তাঁর পরিবার আনন্দের জোয়ারে ভাসছেন।

উল্লেখ্য, ব্রিটে‌নের স্থানীয় সরকার নির্বাচ‌নে শেষ খবর পাওয়া পর্যন্ত মৌলভীবাজারের ১৫ জন কাউ‌ন্সিলর নির্বা‌চিত হ‌য়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে স্বামী-স্ত্রী ও আপন দুই বোনও রয়েছেন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার কৃতিমানরা নিজ নিজ পেশার পাশাপাশি রাজনীতির মাধ্যমে অবদান রাখায় স্বীকৃতি পেয়েছেন নির্বাচনে অংশগ্রহণ করে।

আইনিউজ/কাওছার ইকবাল/এমজিএম

 

দেখুন আইনিউজ ভিডিও

জাফলংয়ে পর্যটকদের ওপর হামলায় ৫ জন কারাগারে

জাফলংয়ে পর্যটক পেটানো সেই স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া হবে জানালেন এসপি

সিলেট বিভাগের সবচেয়ে বড় এ ঈদগাহে নামাজ পড়বে ১৬ হাজার মানুষ

শহরে বেদে নারীদের চাঁদাবাজি, তাদের লক্ষ্য নিরীহ পথচারী ও যাত্রী

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়