Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

এস আলম সুমন, কুলাউড়া

প্রকাশিত: ১২:৪৮, ৭ জুন ২০২২
আপডেট: ১২:৫৪, ৭ জুন ২০২২

কুলাউড়া বাংলাদেশি এসোসিয়েশন অব ইউএসএ

নিরঙ্কুশ বিজয় পেলেন আলাউদ্দিন-জাবেদ পরিষদ

যুক্তরাষ্ট্রে বসবাসরত কুলাউড়ার প্রবাসীদের সংগঠন ‘কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইনকে’রনির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে ‘আলাউদ্দিন-জাবেদ পরিষদ’।

রোববার বিপুল উৎসাহ উদ্দীপনায় যুক্তারাষ্ট্রের নিউইয়র্কস্থ জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউয়ের তাজমহল পার্টি হলে অনুষ্ঠিত হয় এই নির্বাচন।এতে ১৫ টি পদে প্রতিদন্ধিতা করেন ‘আলাউদ্দিন-জাবেদ পরিষদ’ ও ‘জালাল-রেনু’ পরিষদ।নির্বাচনে বিজয়ী‘আলাউদ্দিন-জাবেদ পরিষদ’ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। রোববার সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

বিজয়ী সভাপতি পদের প্রার্থী শাহ আলাউদ্দিন পেয়েছেন ৪৩২, সহ-সভাপতি মো: এফ মালিক (মুরাদ) ৪৩১ , সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ ৪৪০ , সহ সাধারণ সম্পাদক মো: মাসকু মিয়া (সুজন)৪৩০, কোষাধ্যক্ষ মো: ওবায়দুর রহমান (কামাল)৪১৪ , সাংগঠনিক সম্পাদক শেখ শামীম আহমেদ ৪২৩, প্রচার সম্পাদক এনামুলইসলাম খান ৪৩৪, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মুজিবুর রহমান ৪১০, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নূরুননাহার হাসান (লুসি) ৪০১, মহিলা সম্পাদক মাহমুদা ইসলাম (রুমা)৩৯৪, কার্যনির্বাহী সদস্য ইমরুল হোসেনজেবুল ৪১০, মোঃ আলতাফ হোসেন ৪১৮ , লুৎফর রহমান ৩৯৫, মোহাম্মদ মইনুর রহমান ( সুয়েব ) ৪৩৪ এবংবদরুল ইসলাম (মিন্টু)৪৩৭ ভোট পেয়ে পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছেন।

ফলাফল ঘোষনার পর আলাউদ্দিন-জাবেদ পরিষদের নির্বাচিত প্রার্থীরা এক প্রতিক্রিয়ায় বলেন,আমাদেরঅঙ্গিকার হচ্ছে প্রবাসে কুলাউড়াবাসীর ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় রাখতে সর্বাধিক গুরুত্ব প্রদান এবংজবাবদিহিতামূলক সংগঠন গড়ে তুলবো।

এছাড়া প্রবাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা কুলাউড়া প্রবাসীদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্যে সাধারণ সদস্য ও আজীবনসদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা, নতুন প্রজন্মকে কুলাউড়া তথা বাংলাদেশের কৃষ্টি, ঐহিত্য ও সংস্কৃতি সম্পর্কেউৎসাহিত করা, কুলাউড়ার সাথে প্রবাসীদের সেতুবন্ধন এবং এলাকার উন্নয়নে সংগঠনের পূর্ববর্তী কার্যক্রমেরধারাবাহিকতা অব্যাহত রাখা ও কুলাউড়ায় সেবামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হবে।

নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন, প্রধান নির্বাচন কমিশনার সিরাজউদ্দিন আহমদ সোহাগ।তার নেতৃত্বাধীন পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য হলেন- মোহাম্মদ আব্দুল জলিল, জাবেদখসরু, সাহেদ দেলওয়ার চৌধুরী ও মোহাম্মদ মুকিত চৌধুরী।

উল্লেখ্য, ২০২০ সালে হওয়ার নির্বাচন হওয়ার কথা থাকেলও কোভিড-১৯ এর কারণে কয়েক দফা উদ্যোগ নেয়াহলেও নির্বাচন করা সম্ভব হয়নি। পরে গত ১৩ মার্চ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সভায় ৫ জুন ২০২২ নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়।

আইনিউজ/এস আলম সুমন/এসডিপি

লাউয়াছড়ায় ঘণ্টায় ২০ কিলোমিটার গতিসীমা

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়