আবুল হায়দার তরিক, দুবাই থেকে
আপডেট: ১৮:০২, ৮ জুন ২০২২
ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
ফাইল ছবি
সুন্দর জ্বলমলে একটি মহাদেশ, নাম তার ইউরোপ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য মানুষের স্বপ্নের আধুনিক আবাসন ইউরোপ। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে স্বপ্নের পথে পারি জমাতে গিয়ে অনেকে পরেন বিপাকে। অনেকে অবৈধ পথে ইউরোপ যেতে গিয়ে প্রাণ বিস্বর্জন দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লোভনীয় অফার দেখা যায়, অফারে শিরোনাম গুলো দেখে কেউ কেউ দালালের পাল্লায় পড়েন। শিরোনাম গুলোর ধরন থাকে কিছুটা এরকম- ইউরোপের ভিসা প্রসেসিং একদম ফ্রি, ইউরোপের ভিসা ২০২১ প্রসেসিং এর জন্য বিখ্যাত ভিসা এজেন্সিতে চলে আসুন, বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার ফ্রি কনসাল্টেশন, ইউরোপের স্টুডেন্ট ভিসা ২০২২, আগে ভিসা পরে টাকা, কম খরচে ইউরোপে কাজের ভিসা ইত্যাদি। এধরনের প্রতারনা মূলক পোস্ট দেখে লোভে না পড়াই উত্তম। আপনিও হয়েতো স্বপ্ন দেখছেন ইউরোপ গমনের। দু-একটা দালালের সাথে কথাও বলেছেন। ফেইসবুকে ঝমকালো বিজ্ঞাপনও দেখেছেন। চলুন ইউরোপে গমনের আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্পর্কে কিছু তথ্য জেনে আসি।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
ইউরোপ মহাদেশের ২৭ টি দেশ নিয়ে গঠিত একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ১৯৫৭ সালের ২৫ মার্চ পশ্চিম ইউরোপের মাত্র ৬ টি রাষ্ট্র নিয়ে যাত্রা শুরু করে ইউরোপীয় ইউনিয়ন। এই জোটের মূল লক্ষ্য ছিল ইউরোপের শিল্প বিপ্লব এগিয়ে নিয়ে যাওয়া। এই অঞ্চলের ভারী শিল্প কারখানাগুলো পুরো ইউরোপময় ছড়িয়ে দিয়ে নিজেদের মাঝে যুদ্ধ কলহ বন্ধ করে ভাতৃত্বরোধ সৃষ্টি করা।
বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড এই ৬ টি রাষ্ট্র রোম চুক্তি নামে একটি চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তিই পরবর্তী সময়ে ইউরোপীয় অন্য দেশগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করে এবং সদস্য সংখ্যা বৃদ্ধি পায়। ১৯৭৩ সালে ডেনমার্ক, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড এই জোটের সদস্য হয়। ১৯৮১ সালে গ্রিস এই ইইউ জোটের সদস্য হয়।১৯৮৬ সালে পর্তুগাল ও স্পেন এতে যোগ দেয়। ১৯৯৫ সালে অস্ট্রিয়া সুইডেন ও ফিনল্যান্ড এ জোটের সদস্য হয়। তখন ইইউ জোটের সদস্য সংখ্যা দাড়ায় ১৫ টি রাষ্ট্রে।
- আরো পড়ুন- আগুন লাগলে যা করবেন, যা করবেন না
এর কয়েক বছর পর ২০০৪ সালে ইউরোপের আরো ১০ টি রাষ্ট্র এই জোটের সদস্য হয়। সাইপ্রাস, লিথুয়ানিয়া, চেক প্রজাতন্ত্র, মাল্টা, ইস্তোনিয়া, পোল্যান্ড, হাঙ্গেরী, স্লোভাকিয়া, লাতভিয়া ও স্লোভেনিয়া ইইউ জোটের সদস্য হওয়াতে এক লাফে এর সদস্য সংখ্যা দাড়ায় ২৫। এর ৩ বছর পরে ইউরোপের আরো দুই দেশ বোলগেরিয়া ও রোমানিয়া এই জোটের সদস্য হয়। ইইউ’র সদস্য রাষ্ট্রের সংখ্যা হয়ে যায় ২৮। ১০১৬ সালে এক গণভোটের মাধ্যমে যুক্তরাজ্য ৪৭ বছরের সম্পর্ক ছিন্ন করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ ত্যাগ করে। বর্তমানে ইইউ এর সদস্য সংখ্যা ২৭।
চলাচলের স্বাধীনতা
১৯৮৫ সালে শেনজেন চুক্তির মাধ্যমে ইইউ এর সদস্য ও ইউরোপের অন্য কয়েকটি রাষ্ট্রের মধ্যে পাসপোর্টবিহীন সীমান্ত পারাপারের বৈধতা দেওয়া হয়। ১৯৮৬ সালে ইউরোপীয় পতাকা ব্যবহার শুরু হয় এবং একক ইউরোপীয় আইন স্বাক্ষরিত হয়। এর ফলে ইউরোপের নাগরিকগণ বিনা পাসপোর্ট-এ ইউরোপীয় ইউনিয়নের সকল দেশ ভ্রমণ করতে পারেন।
একক মুদ্রার প্রচলন
১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডের ম্যাসট্রিচটে ইউরোপীয় সম্প্রদায়ের সদস্যদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা ম্যাসট্রিচট চুক্তি নামে পরিচিত। ১ নভেম্বর ১৯৯৩ সালে এই চুক্তি কার্যকর হয় যার ফলে 'ইউরোপীয় ইউনিয়ন' এবং ইউরোপের একক মুদ্রা হিসেবে 'ইউরো' চালু হয়। ২০০২ সালে ১২টি সদস্য রাষ্ট্র মুদ্রা হিসেবে ইউরো গ্রহণ করে। ১লা ডিসেম্বর ২০০৯ সালে লিসবন চুক্তি কার্যকর হয় যা ইউরোপীয় ইউনিয়নে অনেক পরিবর্তন নিয়ে আসে। বিশেষকরে এটি ইউরোপীয় ইউনিয়নের নতুন কাঠামো তৈরি করে। ইউরোপীয় ইউনিয়নের সকল সম্প্রদায়ের জন্য অভিন্ন আইন তৈরি হয় এবং ইউরোপীয় কাউন্সিল এর সভাপতি পদ তৈরি করা হয়।
ইউরোপের যে রাষ্ট্রগুলো ইইউ সদস্য নয়
ইউরোপের কয়েকটি দেশ এখনও ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ গ্রহণ করে নি। তার মধ্যে রয়েছে রাশিয়া, ইউক্রেইন, বেলারুশ, জর্জিয়া, মলদোভা প্রজাতন্ত্র, আজারবাইজান, আর্মেনিয়া, ভাটিকান, অ্যানডোরা, বুলগেরিয়া, স্যান ম্যারিনো, মেসিডোনিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো, আলবেনিয়া, বসনিয়া হারজেগোভিনা, ক্রোয়েশিয়া. কসোভো, পর্তুগাল, নরওয়ে, লিচেনস্টাইন, মোনাকো, যুক্তরাজ্য ও গ্রীণল্যান্ড।
- আরো পড়ুন- প্রবাসে কেটে গেল এক বছর
ইউরোপের বর্তমান অবস্থা
ইউরোপের সার্বিক পরিস্থিতিতে মানবতার সূচক অতি উচ্চ। ইউরোপীয় ইউনিয়ন এর সদস্য রাষ্ট্রগুলোর ২০১৮ সালের জরিপ অনুযায়ী মোট জনসংখ্যা প্রায় ৫১ কোটি ৩৪ লক্ষ ৮১ হাজার ৬৯১ জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১১৭.৫ জন। মোট জিডিপি ১৮.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু আয় ৩৬ হাজার ৫৫০ মার্কিন ডলার। মানব উন্নয়নের সূচক ০.৮৯৯।
কিন্তু ২০২২ সালে এসে ইউরোপীয় ইউনিয়নের দেশ গুলোর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। অন্য বস্ত্র, জ্বালানী সব খাতেই মূল্য বৃদ্ধি পেয়েছে। এর প্রধান কারণ হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ইউরোপে তেল ও গ্যাসের চাহিদার ৪০ শতাংশ তেল ও ৬০ শতাংশ গ্যাস সরবরাহ করে রাশিয়া। যুদ্ধের জবাবে রাশিয়ার উপর ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইউরোপেরে এই ব্যয় বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন আগামী ২ থেকে ৩ বছর এই পরিস্থিতি থাকতে পারে।
ইউরোপে কর্মক্ষেত্র
অধিকাংশ বাঙালী ইউরোপে গিয়ে হোটেল বয়, কৃষি, বাবুর্চি, কন্সট্রাক্শন, পেইন্টিং বা ড্রাইভিং এর কাজ করেন। কিছু সংখ্যক লোক উচ্চ পর্যায়ে কাজ করছেন। অনেক বাঙালী বংশধর সেখানের পার্লামেন্ট সদস্যও আছেন। তবে অধিকাংশ বাঙালীকে নিম্নমানের কাজে দেখা যায়।এর মূল কারণ হচ্ছে অদক্ষতা। দক্ষ লোকের জন্য সব জায়গা সমান। তাই যারা নতুন করে ইউরোপ যেতে আগ্রহী, তাদের জন্য পরামর্শ হলো আগে কোন কাজের উপর দক্ষতা অর্জন করুণ, পরে বৈধ পথে যাওয়া চেষ্টা করুন। ভুলেও অবৈধ পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ অবৈধ পথে ইউরোপে যেতে গিয়ে অনেকে জীবন দিতে হয়েছে।
- আরো পড়ুন- টাকার মান আরও ৪৫ পয়সা কমলো
নাগরিকত্ব প্রাপ্তি সুবিধা
ইউরোপের কিছু রাষ্ট্রে নাগরিকত্ব পাওয়া যায়। ফ্রান্স,ইতালি, জার্মানি, স্পেন, পর্তুগাল ও যুক্তরাজ্য এই ৬ টি দেশে সহজে নাগরিকত্ব পাওয়া যায়। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সকল দেশই ক্ষেত্র বিশেষ নাগরিকত্ব প্রদান করে। ইউরোপের বাহিরে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, পেরু, ভেনিজুয়েলা, পানামা সহ কতিপয় রাষ্ট্র নাগরিকত্ব প্রদানে উদারতা দেখায়।
ইউরোপের দেশগুলোতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করা যায়। এ পদ্ধতিতে অল্প সময়ে নাগরিকত্ব লাভ করা যায়। অনুমোদন সূত্রে দীর্ঘদিন বসবাস করলে বা সে রাষ্ট্রে কোন সন্তান জন্মগ্রহণ করলে নাগরিকত্ব লাভ করা যায়। যেমন পর্তুগালে ৫ বছর বসবাস করলে নাগরিকত্ব প্রদান করে।সুতরাং ইউরোপের দেশগুলোতে গমনের আগে এই সব বিষয়ে জেনে-বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিৎ। এছাড়াও গন্তব্যে একজন ভালো সাহায্যকারী নির্ধারণ করে যাওয়া ভালো। তাতে বিপদে পড়ার আশঙ্কা কম থাকে।
আইনিউজ/এসিটি
আইনিউজ ভিডিও
আলী আমজাদে রিইউনিয়ন
ঝড়ে মারা যায় পাখির ছানা, গাছে বাসা দিলেন পুলিশ অফিসার
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি