Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

প্রবাস ডেস্ক, আই নিউজ

প্রকাশিত: ২১:০০, ২৪ জুন ২০২২
আপডেট: ২১:৪৫, ২৪ জুন ২০২২

সাইদুর রহমান রেনু বিবিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত

সাঈদুর রহমান রেনু (ডান দিক থেকে চতুর্থ) ও নবনির্বাচিত বিবিসিসিআইয়ের অন্যান্য কর্মকর্তাগণ।

সাঈদুর রহমান রেনু (ডান দিক থেকে চতুর্থ) ও নবনির্বাচিত বিবিসিসিআইয়ের অন্যান্য কর্মকর্তাগণ।

ব্রিটেনে বিশিষ্ট বাংলাদেশি ব্যবসায়ী ও সমাজসেবক সাঈদুর রহমান রেনু বৃটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের (বিবিসিসিআই) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সাঈদুর রহমান রেনু আই নিউজ মিডিয়ার অন্যতম পরিচালক এবং চেয়ারম্যান।

এদিকে ডাইরেক্টর জেনারেল (ডিজি) পদে নির্বাচিত হয়েছেন একাউন্টেন্ট আবুল হায়াত নুরুজ্জমান।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে বিবিসিসিআই অফিস মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে ২১ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন সাঈদুর রহমান রেনু । তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ড. মো. সানাওয়ার চৌধুরী পেয়েছেন ১১ ভোট । ডাইরেক্টর জেনারেল (ডিজি) পদে ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একাউন্টেন্ট আবুল হায়াত নুরুজ্জমান । তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোসলেহ উদ্দিন আহমদ পেয়েছেন ১৪ ভোট । ফাইন্যান্স ডাইরেক্টর পদে সমসংখ্যক ভোট (১৬টি) পেয়ে নির্বাচিত হন যৌথভাবে হেলাল উদ্দিন খান ও আতাউর রহমান কুটি । তবে হেলাল উদ্দিন খান তাঁর প্রতিদ্বন্দ্বি আতাউর রহমান কুটির প্রতি সম্মান দেখিয়ে পদটি তাঁর জন্য ছেড়ে দেন । নির্বাচন কমিশন আতাউর রহমান কুটিকে আগামী দুই বছরের জন্য ফাইন্যান্স ডাইরেক্টর ঘোষণা করেন । আর লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেএমজি এয়ার কার্গোর চেয়ারম্যান মনির আহমদ । আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যের বাংলাদেশী ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে বিবিসিসিআই অফিস মিলনায়তনে আনন্দঘন পরিবেশে এই দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইমিগ্রেশন জাজ মো. বেলায়েত হোসেন ও ব্যারিস্টার খালেদ নূর। বিবিসিসিআই-এর ৩৫ জন ডাইরেক্টরের মধ্যে ৩২ জন নির্বাচনে ভোট দেন।

বিবিসিসিআই-এর ১১ সদস্যের কার্যকরি কমিটিতে বিনাপ্রতদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন- ভাইস প্রেসিডেন্ট এ. কে আজাদ, ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর হক, ডেপুটি ডাইরেক্টর জেনারেল সলিসিটর দেওয়ান মাহদী, ডাইরেক্টর অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গোলাম কিবরিয়া ওয়েস ও প্রেস এন্ড পাবলিসিটি ডাইরেক্টর মোস্তফা আহমদ লাকি। তবে মেম্বারশীপ ডাইরেক্টর ও ডাইরেক্টর অব কমিউনিটি অ্যাফেয়ার্স-এই দুই পদে কোনো প্রার্থী ছিলেন না। সংগঠনের গঠণতন্ত্র অনুযায়ী নতুন কমিটির প্রথম সভায় দুইজন ডাইরেক্টরকে এই দুই পদে কো-অপ্ট করা হবে বলে জানা গেছে।

ফলাফল ঘোষণার পর বিজয় বক্তব্যে নির্বাচিত প্রেসিডেন্টে সাঈদুর রহমান রেনু তাঁকে নির্বাচিত করার জন্য বিবিসসিআই-এর সকল ডাইরেক্টরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মরহুম এম এ রহিমসহ বিগত দিনে যাঁরাই সভাপতির দায়িত্ব পালন করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের পরিশ্রমেই আজ বিবিসিসিআই এই অবস্থানে পৌঁছেছে। আমরা আপনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। তিনি বলেন, আমি সকলকে নিয়ে কাজ করতে চাই । সকলের সহযোগিতায় বিবিসিসিআইকে আরো উচ্চতায় নিয়ে যেতে চাই । আপনাদের সহযোগিতা না পেলে, আমি একা এই সংগঠনকে কাংখিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। তিনি বলেন, আমি সবসময়ই একজন ভালো লিসেনার (শ্রোতা)। আমাকে আগামী দিনগুলোতেও একজন ভালো লিসেনার হিসেবেই পাবেন।

ডাইরেক্টর জেনারেল আবুল হায়াত নুরুজ্জামান তাঁকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা এই সংগঠনকে আপনাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে কাজ করে যাবো। ফলাফল ঘোষণার পর বিজয়ী কিমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন বিবিসিসিআ-এর বিদায়ী প্রেসিডেন্ট বশির আহমদ ও এডভাইজারি বোর্ডের প্রধান শাহগীর বখত ফারুক।

আই নিউজ মিডিয়ার পরিচালক এবং চেয়ারম্যান সাঈদুর রহমান রেনুসহ নির্বাচিত সকলকে আই নিউজ-এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা।

আইনিউজ/এসকেএস

আই নিউজ ইউটিউব চ্যানেলে দেখুন আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন সব ভিডিও

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

ঝড়ে মারা যায় পাখির ছানা, গাছে বাসা দিলেন পুলিশ অফিসার

শহরে বেদে নারীদের চাঁদাবাজি, তাদের লক্ষ্য নিরীহ পথচারী ও যাত্রী

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়