নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে হজে গিয়ে বাংলাদেশি মৃত্যুর সংখ্যা বেড়ে ৭
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মো. আব্দুল গফুর মিয়া (৬১) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বছর হজযাত্রা শুরুর পর মোট ৭ জন বাংলাদেশির মৃত্যু হলো।
মঙ্গলবার (২৮ জুন) মক্কার আল-মুকাররমায় গফুর মিয়ার মৃত্যু হয়। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- BY0062202।
এ বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত যে ৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৫ জন পুরুষ এবং ২ জন নারী। এদের মক্কায় ৫ জন ও মদিনায় ২ জনের মৃত্যু হয়েছে।
এ বছরের হজের জন্য এখন পর্যন্ত (২৯ জুন, রাত ২টা) ৪৪ হাজার ২৩৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪০ হাজার ৮৪৮ জন।
হজযাত্রীরা মোট ১২৩টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭০টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৬টি।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমনের সুযোগ পাচ্ছেন।
আইনিউজ/এসডি
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি