Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ২১:১৬, ৩০ জুন ২০২২

অনুমতি ছাড়া হজ করলে আড়াই লাখ টাকা জরিমানা

সৌদি আরবে অনুমতি ছাড়া হজ্ব আদায়ের চেষ্টা করলেই ২ হাজার ৬৬৫ মার্কিন ডলার বা ১০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় আড়াই লাখ) জরিমানা করার ঘোষণা দিয়েছে সৌদি সরকার।

সৌদি প্রেস সংস্থা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জননিরাপত্তা বিভাগের মুখপাত্র সামি আল শুয়াইরেখ বলেন, শহরের সকল রাস্তা, শহরের ভেতরে এবং হজ্ব আনুষাঙ্গিক সকল স্থানে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। যাতে সবাই নিয়ম কানুন মেনে চলে।

তিনি আরও বলেন, নিরাপত্তা বিভাগ হজ্বের বিজ্ঞাপন দিয়ে জালিয়াতি করা ১৯ জন লোককে গ্রেপ্তার করেছে। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিত। তারা কুরবানির পশু এবং পরিবহন ব্যবস্থার বিজ্ঞাপন দিয়ে আসছিল।

হজ্ব ইসলামের ৫ টি স্তম্বের মধ্যে একটি। সকল সামর্থবান মুসলিমের জন্য জীবনে একবার হজ্ব করা ফরজ। এবছর মোট ১০ লাখ লোককে হজ্ব পালন করার অনুমতি দিয়েছে সৌদি আরব।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়