প্রবাস ডেস্ক
পবিত্র হজে গিয়ে মারা গেছেন ১০ বাংলাদেশি
পবিত্র হজে গিয়ে মৃত্যুবরণ করা বাংলাদেশিরা।
সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে গতকাল শুক্রবার (১ জুলাই) পর্যন্ত দশজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন পুরুষ এবং তিনজন নারী। আজ শনিবার (২ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।
পিলগ্রিম সূত্রে জানা যায়, ১ জুলাই মারা যান রাজধানী ঢাকার লালবাগের বাসিন্দা তপন খন্দকার (৬২), তার পাসপোর্ট নম্বর EE0540246। এর আগের দিন ৩০ জুন মারা যান দুইজন। তারা হলেন সিরাজগঞ্জের কামারখন্দের বাসিন্দা মো. রফিকুল ইসলাম, তার পাসপোর্ট নম্বর BT0485433 ও ঢাকার বাড্ডার ফাতেমা বেগম (৬০), তার পাসপোর্ট নম্বর EE0382843।
এর আগে ২৮ জুন মারা যান টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা মো. আব্দুল গফুর মিয়া (৬১), তার পাসপোর্ট নম্বর BY0062202; ২১ জুন মারা যান দুইজন। তারা হলেন ঢাকার কোতয়ালীর বিউটি বেগম (৪৭), তার পাসপোর্ট নম্বর EA0009584 ও রংপুরের পীরগাছার বাসিন্দা মো. আব্দুল জলিল খান (৬২), তার পাসপোর্ট নম্বর BX0552614।
- আরও পড়ুন- হজ পালনে সৌদি পৌঁছেছেন ৫০ হাজারেরও বেশি
এর আগে ১৭ জুনও মারা যান দুইজন। তারা হলেন জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩), তার পাসপোর্ট নম্বর EE0385376 ও কুমিল্লার আদর্শ সদরের রামুজা বেগম (৫৪), তার পাসপোর্ট নম্বর BW0843328। এর আগের দিন ১৬ জুন মারা যান নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা নুরুল আমিন (৬৪), তার পাসপোর্ট নম্বর EF0758006। আর ১১ জুন এবারের হজে গিয়ে প্রথম যিনি মারা যান তিনি চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির (৬০), তার পাসপোর্ট নম্বর A01012228।
সৌদি আরেবের আইন অনুযায়ী, কোন ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।
আইনিউজ/এসডি
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি