Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫১, ১৫ জুলাই ২০২২
আপডেট: ১৩:৪৬, ১৭ জুলাই ২০২২

কানাডা প্রবাসীদের উদ্যোগে বন্যার্তদের মাঝে নগদ টাকা বিতরণ 

মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে নগদ টাকা বিতরণ করেছেন কানাডা প্রবাসীরা। মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন টরেন্টো, অন্টারিও, কানাডা-এর উদ্যোগে সদর উপজেলার বন্যা দুর্গত মানুষের মধ্যে এই অর্থ সহায়তা দেওয়া হয়। 

সুনামগঞ্জ ও সিলেটের পাশপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত মৌলভীবাজার জেলা। দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে হাওর অধ্যুষিত মৌলভীবাজারের বন্যা। ক্ষতিগ্রস্ত জেলার প্রায় ২ লাখ ৬৩ হাজার মানুষ। দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছে বন্যাদুর্গত পরিবারগুলো।

এ অবস্থায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন টরেন্টো, অন্টারিও, কানাডা। কানাডা প্রবাসীদের অর্থায়নে বুধবার (১৩ জুলাই) মৌলভীবাজার সদর উপজেলার আগিউন, রতনপুর, নিমারাই, ব্রাহ্মণকান্দি ও ধনদাস গ্রামের অর্ধশতাধিক মানুষের মধ্যে নগদ এক হাজার করে পঞ্চান্ন হাজার টাকা বিতরণ করা হয়। 

বন্যার্তদের হাতে এই নগদ অর্থ সহায়তা তুলে দেন সংগঠনের সভাপতি লায়েকুল হক চৌধুরী, প্রাক্তন সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরী ও অন্যতম কর্মকর্তা জহিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের বিশিষ্ট আইনজীবী আব্দুল মুহাইমিন চৌধুরী শেফাক, স্থানীয় বিশিষ্টজন আব্দুল মুস্তাকিম চৌধুরী সুবিন, আবুল জাওয়াদ চৌধুরী মুবিন ও দেওয়ান হায়দার চৌধুরী নাজিব প্রমুখ।

এছাড়াও মৌলভীবাজার, রাজনগর, কুলাউড়া, জুড়ী ও বড়লেখার বন্যাদুর্গত এলাকায় নগদ অর্থ বিতরণ করেছে সংগঠনটি। 

মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন টরেন্টো, অন্টারিও, কানাডা করোনাকালীন সময়ে অক্সিজেন সিলিন্ডার প্রদান, বিভিন্ন সময়ে বন্যার্তদের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেছে। কানাডায় স্থানীয় কমিউনিটির কল্যাণে বিভিন্ন কাজ করে যাচ্ছে।

আইনিউজ/এইচকে/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News

আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘কার্নিভাল’ 

মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?

লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা

সড়কের দু`পাশে ফুটেছে আগুন রাঙ্গা ফুল | নতুন দর্শনীয় স্থান | Beautiful places | Flowers || Eye News

রাস্তায় অবৈধভাবে সিএনজি-কার-মোটরসাইকেল পার্কিং করলেই আইনগত ব্যবস্থা | Moulvibazar | Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়