Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৮, ১৮ জুলাই ২০২২

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

মোহাম্মদ ইসমাইল হোসেন (৪০)।

মোহাম্মদ ইসমাইল হোসেন (৪০)।

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক ব্যক্তি মারা গেছেন। তার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন (৪০)। তিনি উপজেলার হোছনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড নিচিন্তাপুর এলাকার বাসিন্দা। গত রোববার ওমানের স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওমানের সুইক এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ইসমাইল। পরে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওমান প্রবাসী এমরান হোসেন বলেন, কাবুরা সানাইয়া এলাকায় দোকান করতেন ইসমাইল। খাবার নিয়ে আসার সময় গাড়ির ধাক্কায় তিনি মারা যান।

হোছনাবাদ ইউপি চেয়ারম্যান দানু মিয়া বলেন, লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। ইসমাইল ছিলেন পরিবারের চার ভাইয়ের মধ্যে তৃতীয়। তাঁর স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়