লন্ডন প্রতিনিধি
আপডেট: ২১:০৭, ২৯ আগস্ট ২০২২
এম জি মৌলা মিয়া ইউকেবিসিসিআই প্রেসিডেন্ট নিযুক্ত
ডক্টর এম জি মৌলা মিয়া ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিসের (ইউকেবিসিসিআই) প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন।
এছাড়া মোহম্মদ জামাল উদ্দিন মকদ্দুস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, পাবেল কাদের চৌধুরী ভাইস প্রেসিডেন্ট, কামরু আলী ফাইনেন্স ডাইরেক্টর, ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া লিগেল এফেয়ার ডাইরেক্টর, সাইফুল আলম মেম্বারশীপ ডাইরেক্টর এবং রহিমা মিয়া ইনটারন্যাশনাল এফেয়ার্স ডাইরেক্টর নির্বাচিত হয়েছেন।
পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে সোমবার (২২ আগস্ট) ইউকেবিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী প্রেসিডেন্ট নজমুল ইসলাম নুরু। পরিচালনা করেন ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া। অনুষ্ঠানে ২০১৮, ২০১৯, ২০২০ এবং ২০২১ সালের বার্ষিক সাধারণ সভা একত্রে অনুষ্ঠিত হয়। এখানে উল্লেখ্য কোভিড মহামারির কারণে বিগত বছরগুলিতে সাধারণ সভার আয়োজন করা সম্ভব হয়নি বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে ২০১৮, ২০১৯, ২০২০ এবং ২০২১ সালের বাৎসরিক হিসাব পেশ করা হয়। পরে ইউকেবিসিসিআই এর নতুন কমিটি ঘোষণা করা হয়। ইলেকশন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন রহিমা মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই, রিজিয়নাল প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল, লন্ডন রিজিয়নালের পক্ষে জামাল আহমেদ, হারুন মিয়া, এ কিউ খালেক জামাল, ফারজানা হোসেন নীলাসহ আরো অনেকে।
নতুন প্রেসিডেন্ট ডক্টর এম জি মৌলা মিয়া ইউকেবিসিসিআই ঢেলে সাজানোর অঙ্গিকার ব্যাক্ত করেন। প্রেসিডেন্ট হিসাবে তাঁকে নিযুক্ত করায় সকল ডাইরেক্টরদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ইউকেবিসিসিআই এর প্রয়াত দুইজন ডাইরেক্টর এম এ রইফ এবং এম এ গনির আত্মার মাঘফেরাত কামনা করে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
আইনিউজ/এইচকে/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি