গ্রিস প্রতিনিধি
গ্রিস থেকে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহবান রাষ্ট্রদূতের
ছবি- মতিউর রহমান মুন্না, গ্রিস প্রতিনিধি
বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে যখন সারাবিশ্ব অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ছিল তখন বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরাই দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। করোনাকালীন দুই বছরে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স প্রেরণ করেছেন প্রবাসীরা। এবার দেশে বৈদেশিক মুদ্রা সংকটের দুঃসময়ে আবারো সুসংবাদ দিয়েছেন প্রবাসীরা।
চলতি বছরের আগস্টে ২০৩ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন এই প্রবাসীরা। ২০২১ সাল থেকে এ বছর রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৬ শতাংশ। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে গ্রিসেও তার ব্যাতিক্রম ঘটেনি। গ্রিস প্রবাসীরাও নিয়মিত পাঠিয়ে যাচ্ছেন রেমিট্যান্স।
তবে গ্রিস অনিয়মিত প্রবাসীদের উপার্জিতের একটি অংশ হুন্ডির মাধ্যমে পাঠানো হয়। তাই ‘বৈধ পথে দেশে টাকা পাঠান, নিরাপদে জীবন কাটান’ এ স্লোগানকে সামনে রেখে গ্রিস প্রবাসী বাংলাদেশীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর জন্য আগ্রহী করতে নানা উদ্দ্যোগ নিচ্ছে গ্রিসে অবস্থিত বাংলাদেশি দূতাবাস।
এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ এথেন্সের বিভিন্ন মানি ট্রান্সফার এজেন্সি পরির্দশন করে প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে টাকা প্রেরণ করে দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হওয়ার আহবান জানান।
রাষ্ট্রদূত বলেন- বৈশ্বিক অর্থনৈতিক এই দুরবস্থায় হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে দেশের অর্থনৈতিক ভীত মজবুত হয় এবং গ্রাহকও নগদ প্রণোদনা পায়। গ্রিসে বসবাসরত সকল বাংলাদেশিরর প্রতি এ আহবান জানান।
গ্রিসের যেসব এরিয়াতে মানিট্রান্সফার এজেন্সি নেই, সেখানে শাখা দেয়ার জন্য একটি ব্যাংকের সাথে আলোচনা চলছে বলেও জানান রাষ্ট্রদূত। এর আগেও দূতাবাস প্রাঙ্গনে প্রবাসীদের নিয়ে মত বিনিময় করেছে দূতাবাস।
পরির্দশনকালে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল নিজেও ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠিয়ে প্রবাসীদের উৎসাহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি আব্দুল কুদ্দুস, সহ সভাপতি আহসান উল্লাহ হাসান, সাবেক সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক খালেক মাতুব্বর, নেট মানি ট্রান্সফার লিমিটেড এথেন্সে এর সাবেক কান্ট্রি ম্যানাজার মোতাব্বির মোহাম্মদ, সাবেক সহ সভাপতি ফারুক মিয়া, বাংলাদেশ আওয়ামীলীগ গ্রিস শাখার সাবেক সাধারণ সহ-সম্পাদক মিজানুর রহমান, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রুবেল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমি পারভিন, বাংলা-গ্রিক শিক্ষা কেন্দ্রের কমিটির সভাপতি দাদন মৃধা, কমিউনিটি নেতা উরুস আলী, আব্দুল করিম, জসিম উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগ গ্রিস শাখার সাধারণ সম্পাদক মুমিন খাঁন, ইউরো বাংলা প্রেস ক্লাব গ্রিসের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি