Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩১, ১৯ সেপ্টেম্বর ২০২২

পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিবিসিসিআই নেতৃবন্দের সাক্ষাত

সাক্ষাতকালে মন্ত্রী দেশে ক্যাটারিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে প্রবাসীদের আহ্বান জানান

সাক্ষাতকালে মন্ত্রী দেশে ক্যাটারিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে প্রবাসীদের আহ্বান জানান

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেনের সাথে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) নেতৃবন্দ সৌজন্য সাক্ষাত করেছেন।

গতকাল রবিবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে লন্ডনের মারিয়ট হোটেলে ব্রিটেন প্রবাসী বিবিসিসিআই নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় মন্ত্রী দেশে ক্যাটারিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে প্রবাসীদের আহ্বান জানান। প্রবাসীরা বিমানবন্দরে হয়রানিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

প্রবাসীদের সাথে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জনশক্তি। যা বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জন এবং মানুষের জীবন উন্নত করা সম্ভব। কিন্তু এজন্য প্রয়োজন দেশের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা।

তিনি এই খাতে প্রবাসী বিনিয়োগের আহবান জানিয়ে শুধুমাত্র যুক্তরাজ্যে ক্যাটারিং সেক্টরে দক্ষ জনশক্তির প্রচুর চাহিদা পূরণে দেশে ক্যাটারিং ইনস্টিটিউট প্রতিষ্ঠায় সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়াও দেশের স্বাস্থ্যখাত এবং কৃষি খাতে বিনিয়োগের জন্য ও প্রবাসীদের প্রতি আহবান জানান।

বিবিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু বিমান বন্দরে প্রবাসী দের বিদ্যমান দূর্দশা বিশেষ করে মধ্যপ্রাচ্যের যাত্রীদের অতিমাত্রায় হয়রানী লাঘবে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ ব্যাপারে মন্ত্রী বলেন- সরকার বিষয়টি দেখবে, পদক্ষেপ নেবে । মন্ত্রী শ্রীঘ্রই  বিমানের কার্গো সুবিধা চালুর জন্য প্রধান মন্ত্রীর নির্দেশের কথাও উল্লেখ করেন।

বিবিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু ছাড়াও চেম্বারের ডিজি এএইচএম নূরুজ্জামান, ফাইন্যান্স ডিইরেক্টর আতাউর রহমান কুটি, বিবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট এডভাইজার এমিরেটাস শাহাগির বক্ত ফারুক, সদ্য বিদায়ী প্রেসিডন্ট বশির আহমদ এবং ডিরেক্টর এন্ড এডভাইজার শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন বিবিসিসিআই-এর চীফ পেট্রন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়