তোফায়েল আহমেদ (পাপ্পু), সংযুক্ত আরব আমিরাত (দুবাই) থেকে
দুবাইর আবির মার্কেট যেন চট্টগ্রাম-সিলেটিদের দখলে
![দুবাই আল আবির মার্কেটে ১০ হাজারেরও বেশি বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন দুবাই আল আবির মার্কেটে ১০ হাজারেরও বেশি বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন](https://www.eyenews.news/media/imgAll/2021April/dubai-al-aweer-market-bangladeshi-labour-eyenews-2210271526.jpg)
দুবাই আল আবির মার্কেটে ১০ হাজারেরও বেশি বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের তথা মধ্যপ্রাচ্যের শীর্ষ পর্যায়ের ফল ও সবজির বাজার আল আবির বা বাঙালীদের কাছে আবির বাজার। দুবাইয়ের বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আল আবির বাজার কমপক্ষে ৬০ থেকে ৭০ বছরের পুরোনো। স্বাধীনতার পর বাংলাদেশ থেকে প্রবাসীরা সেখানে যেতে শুরু করে। দুবাই শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের এই বাজার মূলত আল-আওয়ির ফ্রুট অ্যান্ড ভেজিটেবল মার্কেট হলেও আবির মার্কেট বলে পরিচত সবার কাছে। যেখানে এখন ব্যবসা করছেন অনেক চট্টগ্রাম-সিলেটি প্রবাসী বাঙালীরা।
মরুভূমির কারণে দুবাইয়ে ফল কিংবা সবজি কিছুই উৎপাদিত হয় না। আশপাশের দেশগুলো থেকে আবিরের ব্যবসায়ীরা ফল ও সবজি আমদানি করে এখানে বিক্রি করেন। পৃথিবীতে যে ফলই উৎপাদিত হোক, সবার আগে তা পাওয়া যাবে আবির মার্কেটে। আর গুরুত্বপূর্ণ এই বাজারে বাংলাদেশি শ্রমিক-ব্যবসায়ী মিলিয়ে আছেন প্রায় ১০ হাজারের বেশি।
এখানকার ব্যবসায়ীরা জানান, পাইকারি ও খুচরা বিক্রেতা এবং শ্রমিক মিলে এই মার্কেটে বাংলাদেশীর সংখ্যা ১০ হাজারের বেশি। পাকিস্তান, ভারতসহ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন আরও ৩ হাজারের মতো। বাংলাদেশিদের মধ্যে চট্টগ্রামের বিভিন্ন স্থানের বাসিন্দা প্রায় ৬ হাজার, সিলেটের প্রায় ৩ হাজারের বেশি।
এছাড়াও কুমিল্লা, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে ব্যবসা করছেন। বলা যায়, মার্কেটের মূল চালিকাশক্তি বাংলাদেশিরা। মধ্যপ্রাচ্যের অন্যতম বড় ফল ও সবজির এ বাজারে পাইকারি আড়তদারের মধ্যে ৭০% লোকই বাংলাদেশি। ভোর সকাল ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত বাজারে বিভিন্ন দেশ হতে সবজি আসে এসময় পাইকারি ও আড়তদার থেকে খুচরা ব্যবসায়ীরা মালামাল ক্রয় করে থাকেন। এখানে বাংলাদেশীদের আধিপত্য বেচাকেনা চলে বিকেল চারটা থেকে রাত এগারোটা এবং রাত চারটা থেকে সকাল আটটা পর্যন্ত।
স্বাধীনতা যুদ্ধের পর থেকেই দুবাই আবির মার্কেটে যাতায়াত শুরু বাংলাদেশিদের
সিলেটের জকিগঞ্জের জুবায়ের আহমেদ আবির বাজারের একজন খুচরা ব্যবসায়ী। তিনি জানান, দুবাইয়ের মধ্যে ব্যস্ততম বাজার হচ্ছে এই বাজার। এখান থেকে আরব আমিরাতের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা সবজি ও ফল ক্রয় করে ছোট ছোট গ্রোসারিতে খুচরা বিক্রয় করে থাকেন।
পাইকারি বিক্রেতা চট্টগ্রামের আলম হোসেন বলেন, আমিরাতে সব প্রদেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বাহরাইন, ওমান, সৌদি আরব, কাতার ও কুয়েতে এ বিপণিকেন্দ্র থেকে ফল ও সবজি যায়। এছাড়া সড়কপথে ফল ও সবজি আসে ইরান, লেবানন, জর্ডান ও মিসর থেকে। আর আকাশপথে আসে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, চিলি, পেরু, আর্জেন্টিনা ও তুরস্ক থেকে।
তবে আমদানি– রপ্তানিকারকদের মধ্যে বেশির ভাগ অন্য দেশের ব্যবসায়ী। এর মধ্যে বাংলাদেশি আছেন ৩০ শতাংশ বলে জানান তিনি।
তাজা শাক সবজির জন্য আল আবির মার্কেটের খ্যাতি রয়েছে গোটা দুবাইবাসীর কাছে
সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, বড় শেডের নিচে প্যাকেটভর্তি ফল ও সবজি নিয়ে ব্যস্ততা বিক্রেতাদের। ট্রলিভর্তি ফল ও সবজির প্যাকেট ঢুকছে। শেডে সারি করে রাখতেই বিক্রেতারা শুরু করছেন দরদাম। দরদামে বনিবনা হলেই এসব পণ্য শ্রমিকেরা তুলে দিচ্ছেন কাভার্ড ভ্যান কিংবা ছোট-বড় ট্রাকে। ব্যবসায়ীদের আবার আক্ষেপও রয়েছে।
বেশির ভাগ ব্যবসায়ী বলেন, আমিরাতে ভিসা জটিলতার কারণে অনেককে এখান থেকে চলে যেতে হয়েছে। ভিসা পদ্ধতি সহজ হলে আরও বাংলাদেশি এখানে কাজের সুযোগ পেতেন। এখন সাধারণ ক্ষমায় অনেকে নতুন পাসপোর্ট পাচ্ছেন। কিন্তু ভিসা বদল কিংবা নতুন ভিসা পাওয়ার কাজটি সহজ হয়নি। তারা এসব বিষয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
যা পাওয়া যায় দুবাইর আবির মার্কেটে
আবির বাজারে ফলের মধ্যে রয়েছে আপেল, আঙুর, তরমুজ, খেজুর, কমলা, আনারস, সাম্মাম (হলুদ তরমুজ), ড্রাগন, পেঁপে,আম, স্ট্রবেরি, অ্যাভোকাডো, মানডারিন, সফেদা, চেরি, পিচ, নাশপাতি, পেয়ারা, জলপাই, মাল্টা, বাতাবিলেবু, কাঁঠাল, কলা প্রভৃতি।
সবজির মধ্যে রয়েছে ফুলকপি, আলু, টমেটো, শসা, শালগম, গাজর, ঢ্যাঁড়স, মিষ্টিকুমড়া, লাউ, ভুট্টা, ব্রকোলি, ক্যাপসিকাম, কাঁকরোল, করলা, পটোল, কচুর লতি প্রভৃতি। এছাড়া আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচসহ শাকও বিক্রি হয়।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি