Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৮:০১, ১০ জানুয়ারি ২০২৩

লন্ডনে মৌলভীবাজারের তরুণের লা শ উদ্ধার

নিহত সাইফ উদ্দীন।

নিহত সাইফ উদ্দীন।

ইস্ট লন্ডনে নিজ ফ্ল্যাট থেকে বাংলাদেশি তরুণের লা শ উদ্ধার করা হয়েছে। নিহত ওই তরুণের নাম মোহাম্মদ সাইফ উদ্দীন (২৮)। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের মাতাকাপনে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ প্লাস্টো এলাকার ঘর থেকে তার মরদেহ যুক্তরাজ্য সময় ৮ জানুয়ারি গভীর রাতে উদ্ধার করে।

পুলিশের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে জা‌নিয়েছেন, মৃতের মরদেহ নিউহাম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের স্বজন সূত্র জানিয়েছে- সাইফ উদ্দীন দীর্ঘ ১৩ বছর ব্রিটেনে বসবাস কর‌লেও বিভিন্ন বাধা পেরিয়ে সম্প্রতী দেশটিতে বৈধভাবে বসবাসের অনুমতি পান। সামনের মাসেই দেশে আসার কথা ছিল সাইফ উদ্দীনের।

সাইফের একজন নিকটাত্মীয় মঙ্গলবার জানান, পোস্টমর্টেম শেষ মরদেহ কখন পাওয়া যাবে তার ওপর নির্ভর করে লন্ডনে জানাজার সময় নির্ধারণ করা হবে। পরে মরদেহ দেশে পাঠানো হবে।

‌সাইফ উদ্দীনের চাচা‌তো ভাই রিপন আহ‌মেদ গণমাধ্যমকে জানান, চার ভাই‌য়ের ম‌ধ্যে সাইফ ছি‌লেন তৃতীয়। তাদের একমাত্র বোন যুক্তরাষ্ট্রে বসবাস ক‌রেন। সাই‌ফের মা-বাবা ছেলেকে হারিয়ে শো‌কে বিহবল।

সাই‌ফ উদ্দীনের চাচা ইসরাইল মিয়া চাঁদনীঘাট ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম্যান। সাই‌ফের বড়ভাই হুমায়ূন কবির শাওন বর্তমান ইউপি সদস্য।

আই নিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়