বিশেষ প্রতিনিধি
ইউকে বিসিসিআই’র নতুন কমিটির অভিষেক ও সেমিনার
![ইউকেবিসিসিআই এর নতুন কমিটির অভিষেক ও বিজনেস সেমিনার। ছবি- আই নিউজ ইউকেবিসিসিআই এর নতুন কমিটির অভিষেক ও বিজনেস সেমিনার। ছবি- আই নিউজ](https://www.eyenews.news/media/imgAll/2023February/ইউকে-বিসিসিআইর-নতুন-কমিটি-eyenews-2302161848.jpg)
ইউকেবিসিসিআই এর নতুন কমিটির অভিষেক ও বিজনেস সেমিনার। ছবি- আই নিউজ
গত ৭ ফেব্রয়ারী সেন্ট্রাল লন্ডনের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হলো ইউকেবিসিসিআই এর নতুন কমিটির অভিষেক ও বিজনেস সেমিনার। দুই পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রথম পর্ব ছিল নতুন কমিটির অভিষেক।
প্রথম পর্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই। বক্তব্য রাখেন বিদায়ী প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নূরু। নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন নব নির্বাচিত প্রেসিডেন্ট এম জি মাওলা মিয়া এফআরএসএ, বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিই।
এ পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কটিশ পার্লামেন্ট মেম্বার ফয়ছল চৌধুরী। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে তাদের সফলতার স্বাক্ষর হিসেবে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বর্তমান অর্থনৈতিক সংকট থেকে পুনরুদ্ধারের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার। সেমিনারে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম। এসময় তিনি বাংলাদেশে ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান।
আরো বক্তব্য রাখেন লর্ড ক্যারন ভিলা মরিয়া ওবিই, স্কাই স্পোর্ট ও আইটিবি’র সিনিয়র রিপোর্টার গ্যারি নিউবন এমবিই, ফয়সল চৌধুরী এমএসপি, ইউকেবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট জামাল মকদ্দুস, লন্ডন টি এক্সেঞ্জের অলিউর রহমান ওবিই, এআরটি’র ম্যানেজিং ডায়রেক্টর ড. ওয়ালি, ক্লারিটাস ট্যাক্স এর লেইন হোয়াইট, এনএইচএস ফান্ডেশন ট্রাস্টের ড. আনিস আহমদ, ইউকে বিসিসিআই মিডল্যান্ড রিজিওয়নের প্রেসিডেন্ট ইমাম উদ্দিন আহমদ, ইস্ট ইংল্যান্ড রিজিওয়নের প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান।
এই পর্বে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও লর্ড ভিলা মরিয়াকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
সেমিনারে বক্তারা বলেছেন, বর্তমান সময়ে ব্যবসা টিকিয়ে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধৈর্য ধারণ করে ব্যবসা পরিচালনা করতে হবে। নতুন নতুন ধারনা নিয়ে তরুন প্রজন্মকে ব্যবসায় যুক্ত হওয়ার আহবান জানানো হয় সেমিনারে। হসপিটালিটি, আইটি, একাউন্টিং, গার্মেন্টস সহ বিভিন্ন সেক্টরের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা হয় সেমিনারে।
ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া ও রহিমা মিয়া পরিচালনায় সেমিনারে ইউকেবিসিসিআই ব্যবসায়ীদের নিয়ে কীভাবে বাংলাদেশে ও ব্রিটেনে কাজ করছে, তা তুলে ধরা হয়।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি