নিজস্ব প্রতিবেদক
দুবাইয়ে রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেলেন ৫২ বাঙালী প্রবাসী
রেমিটেন্স অ্যাওয়ার্ড জয়ী প্রবাসীদের সঙ্গে মন্ত্রী ইমরান আহমদ। ছবি- সংগৃহীত
দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ভূমিকা গুরুত্বপূর্ণ। করোনাকালীন মহামারীর সময়েও রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রেরণ করেছেন বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা। প্রবাসীদের প্রেরণা বাড়াতে দুবাইয়ে ৫২ জন বাঙালী প্রবাসীকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
অ্যাওয়ার্ড প্রদান করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। এসকল প্রবাসীদের সম্মাননা প্রদান আগামীতে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ বাড়বে।
গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৫২ জন প্রবাসী ও ৩৯ জন সিআইপিকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী ইমরান আহমদ।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স যাতে বৈধ পথে দেশে পাঠানো হয় সে বিষয়ে সকলকে সচেতন হতে হবে। বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠালে দেশের অর্থনীতি লাভবান হবে, দেশ এগিয়ে যাবে।
ইউএইতে প্রবাসীদের জন্মনিবন্ধন, পাসপোর্ট সংশোধসহ বিভিন্ন প্রস্তাবনার বিপরীতে তিনি বলেন, সেবা সহজীকরণে শীঘ্র বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে উদ্যোগ নেয়া হবে। আর রমজানের আগে অনুষ্ঠিতব্য দু’দেশের বৈঠকেও অন্যান্য বিষয় আলোচনা হবে। প্রধানমন্ত্রী ঘোষিত সর্বজনীন পেনশন স্কিমে প্রবাসীরাও অন্তর্ভুক্ত। তাই যথাসময়ে সেই সুবিধা গ্রহণে তারাও লাভবান হবেন।
ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন
শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যু
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি