Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৬:০৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১৬:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

রমজানে দুবাইয়ে পণ্যের দাম ৫০% কমাবে কেয়ারফোর সুপারমার্কেট

কেয়ারফোর সুপারমার্কেট, দুবাই।

কেয়ারফোর সুপারমার্কেট, দুবাই।

পবিত্র রমজান শুরু হবার আর বাকি মাত্র মাস খানেক। প্রতিবছর রমজানের নিত্যপণ্যের বাজারমূল্য ক্রেতাদের জন্য কিছুটা কমিয়ে আনার চেষ্টা করে দুবাইর কেয়ারফোর সুপারমার্কেট চেইন। এবছর রমজানেও বিভিন্ন পণ্যের দাম ৫০% কমানোর কথা জানিয়েছে কেয়ারফোর। খাদ্য, পানীয়, গৃহস্থালি এমনকি প্রযুক্তি পণ্য থাকবে এ সুবিধার আওতায়।

অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদনে বলা হয়, রমজান উপলক্ষে প্রায় ৬ হাজার পণ্যের দাম ৫০ শতাংশ কমাতে যাচ্ছে মাজিদ আল ফুতাইয়েম মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

রমজানের এ অফার ছয় সপ্তাহ প্রযোজ্য থাকবে। বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডও এক্সক্লুসিভ অফার ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। এক বিবৃতিতে কেয়ারেফার জানায়, রমজান উপলক্ষে চলবে ‘‌আমিরাতি ফ্রেশ ফেস্টিভাল’ যেখানে টাটকা শাকসবজি ও ফলমূলে ৩০ শতাংশ মূল্য হ্রাস করা হবে।

রমজানে এমিরেটস রেড ক্রিসেন্ট ও কেয়ারফোর যৌথভাবে আরেকটি উদ্যোগ পরিচালনা করবে। এর আওতায় কোন গ্রাহক ইচ্ছে করলে কাউকে চিনি, চাল ও রান্না করার তেল দিতে পারবেন। 

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন

শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যু

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়