Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১৯:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

স্বপ্নের দেশ ইতালিতে লাশ হয়ে গেলেন সুনামগঞ্জের আবু তালহা

ইতালি যাওয়ার পথে মারা যাওয়া আবু তালহা। ছবি- সংগৃহীত

ইতালি যাওয়ার পথে মারা যাওয়া আবু তালহা। ছবি- সংগৃহীত

ইউরোপে প্রবেশের স্বপ্নে বিভোর হয়ে বিভিন্ন ঝুঁকিপূর্ণ উপায়ের মধ্য দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের অনেকেই। যাদের কেউ কেউ আবার স্বপ্নের দেশে পৌঁছাচ্ছেন মৃত লাশ হয়ে। তেমনি ইতালিতে পাড়ি জমানো যুবক আবু তালহাও স্বপ্নের দেশ ইতালিতে পৌঁছেছেন লাশ হয়ে। 

আবু তালহার গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের জলসী গ্রামে। সে গ্রামের মাষ্টার খলিলুর রহমানের ছেলে। তালহার নেমে এসেছে শোকের ছায়া।

গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি)  আবু তালহা নৌ-পথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় সাগরে মারা যান বলে জানা গেছে। মৃত্যুর দু'দিন পর বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ইতালির বর্ডার এলাকায় একটি সেভ রুমে আবু তালহার মৃতদেহ পৌঁছার পর তার আত্মীয় স্বজনদের বিষয়টি জানানো হয়। 

আবু তালহার মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার খালাতো ভাই হাফিজ হাবিবুর রহমান জানান, আবু তালহা কিছুদিন আগে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়াতে পৌঁছান। লিবিয়া থেকে সাগর পথে নৌ-যোগে ইতালি যাওয়ার সময় শারিরীকভাবে দুর্বল তালহা ২১ ফেব্রুয়ারি নৌকাতে মারা যান। 

মৃত্যুর দুই দিন পর ২৩ ফেব্রুয়ারি বিকেলে মৃত্যু সংবাদটি তালহার গ্রামের বাড়িতে পৌঁছার পর এলাকা জুড়ে নেমেছে  শোকের ছায়া।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন

শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যু

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়