ম্যানচেস্টার প্রতিবেদক
ম্যানচেস্টার আওয়ামী লীগের একুশের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়
যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ছবি- প্রতিবেদক
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় জিএমবি কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নতুন প্রজন্মের মাঝে বাঙালির স্বাধীকার আন্দোলন, মুক্তিযুদ্ধ, মাতৃভাষা এবং মহান একুশের চেতনা ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. আব্দুল হান্নান। অনুষ্ঠানে ভাষা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গৌছ মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন চৌধুরী মামুন ও আবুল বাশার বাহারের যৌথ সঞ্চালনায় অমর একুশের উপর আলোচনায় অংশ নেন বক্তারা।
বক্তব্য রাখেন হাইড আওয়ামী লীগের সভাপতি মো. আজাদ মিয়া, ম্যানচেস্টার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল, হাইড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরত মিয়া, ম্যানচেস্টার আওয়ামী লীগের সহ সভাপতি মামুনুর রশীদ, জিএমবি-এর জেনারেল সেক্রেটারি ডিএন কুরাশী। এছাড়াও বক্তব্য রাখেন- তুলসী ভৌমিক, সুরুজ্জামান মান্নান, সুরুক মিয়া, মালিক সওদাগর, ম্যানচেস্টার যুবলীগের সভাপতি সামচু মিয়া সাধারণত সম্পাদক জামাল উদ্দিন কাওসার, ম্যানচেস্টার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়জুল হক জুয়েল, এনায়েত হোসেন রিপন মুল্লা, মোস্তাফিজুর রহমান টিটু, মুহাইমিন পারভেজ।
আলোচকরা ইংল্যান্ডে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন- বাঙালির জাতীয় জীবনের এক গৌরবময় দিন একুশে ফেব্রুয়ারি। এই দিনটি বাঙালির জীবনের সকল চেতনার উৎস। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় যাঁরা আত্মত্যাগ করেছেন, বাংলা ভাষা চর্চা-বিকাশে ও এর সমৃদ্ধির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যারা প্রাণপণ চেস্টা করে যাচ্ছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আলোচকরা একুশে ফেব্রুয়ারিকে জাতির বাতিঘর হিসেবে উল্লেখ করেন। তারা বলেন- একুশ বাঙালির স্বাধিকার, স্বৈরাচার বিরোধী আন্দোলন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সকল আন্দোলনে প্রাণ শক্তি হিসেবে প্রেরণা যুগিয়েছে। একুশের চেতনায় উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এক মর্যাদাশীল দেশ হিসেবে বাংলাদেশকে গড়ার কাজ প্রত্যেকের নিজ নিজ অবস্থা থেকে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সেকুল ইসলাম, সৈয়দ আমিনুর রশীদ খোকন, কাজী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, শেখ আলী আহমদ, মাহতাব উদ্দিন, আশরাফুল ইসলাম, শায়েল মিয়া, মাহফুজুর রহমান খাঁন, মনির হোসেন, লিয়াকত হোসেন, মোহাম্মদ খুরশেদ, মনির হাওলাদার প্রমুখ।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন
শক্তিশালী ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যু
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- ভুয়া বিয়ের নিমন্ত্রণে কানাডায় যাওয়ার পথে আটক ৪২ বাংলাদেশি
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি