Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:৩৭, ১২ মার্চ ২০২৩
আপডেট: ২১:৩৮, ১২ মার্চ ২০২৩

কানাডায় প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বুয়েট অ্যালামনাই নাইট

প্রবাসী প্রকৌশলীদের উন্নয়ন এবং নতুন অভিবাসীদের চাকরির ক্ষেত্রে সহযোগিতা ও ভবিষ্যতে নিজেদের উন্নয়নের পাশাপাশি কিভাবে বাংলাদেশের প্রবৃদ্ধি উন্নয়নে ভূমিকা রাখা যায়, তার দৃঢ় প্রত্যয় নিয়ে কানাডায় বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্যালগেরির উদ্যোগে সাউথ ভিউ কমিউনিটি সেন্টারে বুয়েট অ্যালামনাই নাইট অনুষ্ঠিত হয়েছে।

এসময় ক্যালগেরিতে বসবাসরত বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের পদচারণায় মুখরিত ছিল সাউথ ভিউ কমিউনিটি সেন্টার। উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন কমিটির প্রেসিডেন্ট শুকুরুজ্জামান তুহিন। এসময়ে কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য নেতারা।

অনুষ্ঠানে বুয়েটের প্রাক্তন গ্রাজুয়েট প্রকৌশলী মোহাম্মদ কাদির অ্যাসোসিয়েশন অব প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড জিওসায়েন্টিস্ট অব আলবার্টার (এপিইজিএ) ক্যালগেরি শাখার চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন ক্যালগেরির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে সম্মাননা সূচক ক্রেস্ট দেওয়া হয়।

বরফাচ্ছন্ন কানাডার কর্মময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন এক অন্যরকম মিলনমেলায়।

প্রাক্তন ছাত্র-ছাত্রীদের স্মৃতিচারণ আর তাদের পরিবারের সদস্যদের কবিতা, গান আর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ হয়ে উঠেন আগত অতিথিরা। প্রচুর সংখ্যক বুয়েট অ্যালামনাই সদস্যদের উপস্থিতি পুরো অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

নৈশভোজের পরে শুরু হয় ক্যালগেরির স্থানীয় ব্যান্ড দল ‘কায়া’-এর সংগীত পরিবেশনা। অনবদ্য সঙ্গীত আর সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে কমিউনিটি সেন্টার। বুয়েটের নবীন-প্রবীণ এবং তাদের পরিবারের সদস্যদের উপস্থিতি এক মিলনমেলায় পরিণত হয়। মুহূর্তেই কমিউনিটি সেন্টার একখণ্ড বাংলাদেশে রূপান্তরিত হয়।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারজানা সুলতানা সোমা।

ক্যালগেরির বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শুকুরুজ্জামান তুহিন বলেন, অনেকদিন পর পরিবারের সবাইকে নিয়ে খুব আনন্দ করলাম। এ ধরনের অনুষ্ঠান আমাদের অতীতের দিনগুলোতে নিয়ে যায়। আগামী দিনগুলো সবার ভালো কাটুক প্রত্যাশা রইল।

পরিশেষে সংগঠনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

পুরো অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশের দৈনিক পত্রিকা ‘সমকাল’ এবং আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল ‘প্রবাস বাংলা ভয়েস’।

আরও পড়ুন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়