Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১১:২৫, ২৫ মার্চ ২০২৩
আপডেট: ১৬:০০, ২৫ মার্চ ২০২৩

দেয়াল চাপা পড়ে পর্তুগালে মারা গেলেন মৌলভীবাজারের শাহীন 

নিহত শাহীন আহমেদ (৪৫)। ছবি- সংগৃহীত

নিহত শাহীন আহমেদ (৪৫)। ছবি- সংগৃহীত

পর্তুগালের পর্যটন শহর বেজায়ে কনস্ট্রাকশনের কাজ করার সময় দেয়াল চাপা পড়ে শাহীন আহমেদ (৪৭) নামে এক বাঙালি প্রবাসীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তার বাড়ি মৌলভীবাজার সদরের মোকামবাজার এলাকায়। দুই কন্যাসন্তানের জনক শাহীন ছোট মেয়ের মুখে বাবা ডাক শোনার আগেই পাড়ি জমালেন না ফেরার দেশে।

গত সোমবার (২০ মার্চ) পর্তুগালের কৃষি ও পর্যটন শহর বেজায়ে কনস্ট্রাকশনের কাজ করার সময় দেওয়াল চাপা পড়ে তিনি মারা যান।

শাহীন আহমেদ মোকামবাজার এলাকার নিতেশ্বর গ্রামের আরশদ মোল্লার ছেলে। তারা ৫ ভাই ৪ বোন। ভাইদের মধ্যে তিনি তৃতীয়। শাহীন ২০২১ সালে কাতার যান। সেখান থেকে পরবর্তীতে চলে যান পর্তুগাল।

শাহীনের এমন অকাল মৃত্যুতে গ্রামের বাড়িতে নেমেছে শোকের ছায়া। বিশেষ করে ছোট মেয়ে দুই বছর বয়সী রাইছার কথা ভেবে শোকাতুর অনেকেই। কেননা, শাহীন যখন প্রবাসে যান তখন রাইছার বয়স মাত্র ৩ মাস। মেয়ের মুখে তাই বাবা ডাক শোনা হয়নি নিহত শাহীনের। আর শোনাও হবে না। অবুঝ রাইছাকে ভালো করে বাবাকে চেনার আগেই যে তার বাবা পরলোগ গত হয়েছেন।  মৃত শাহীনের অপর মেয়ে ৮ বছরের মিন্নি। বাবার মৃত্যুর কথা শোনার পর থেকেই কান্না থামানো যাচ্ছে না রাইছা-মিন্নির। বাবার জন্য সে বারবার মূর্ছা যাচ্ছে তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, পর্তুগালের বেজায়ে কনস্ট্রাকশনের কাজ করার সময় বাংলাদেশি শ্রমিক শাহীনের ওপর পুরাতন দেওয়াল ভেঙে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় জিএনআর পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বেজার সেন্ট্রাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিসবনসহ গোটা পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বলেন, শাহীনের পরিবারে শোকের মাতম চলছে। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়