Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮, ২৬ মার্চ ২০২৩
আপডেট: ১৪:২০, ২৬ মার্চ ২০২৩

ওমরা হজ শেষ করে দেশে ফেরা হলো না শালা-দুলাভাইয়ের 

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত শালা-দুলাভাই। ছবি- সংগৃহীত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত শালা-দুলাভাই। ছবি- সংগৃহীত

সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ পালন শেষ করে দেশে ফেরা হলো না দুই বাংলাদেশির। ওমরা পালন শেষে ফেরার সময় সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সম্পর্কে শালা-দুলাভাই দুই বাংলাদেশি। 

বাংলাদেশ সময় শনিবার (২৫ মার্চ) রাত ৮টায় সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন নিহতদের পারিবারিক সূত্র।  

নিহতদের একজন বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা মোতাহার জোমাদ্দারের ছোট ছেলে সাগর জোমাদ্দার (২৩)। অপরজন তার দুলাভাই পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া এলাকার বাসিন্দা মৃত আজিজ মৃধার ছেলে মোজাম্মেল হোসাইন (৪৫)।

নিহত সাগরের ভাই উজ্জ্বল জোমাদ্দার জানান, তারা দুজনই সৌদি আরব প্রবাসী ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, সাগর জোমাদ্দার ও মোজাম্মেল মৃধা সৌদি আরবে প্রবাসী কর্মী হিসেবে থাকতেন। ওমরা হজের উদ্দেশ্যে সৌদির আলগাছিমের উনাইজা নামক স্থান থেকে তারা গত বৃহস্পতিবার মক্কার উদ্দেশ্যে রওয়ানা হন। ওমরা শেষ করে কর্মস্থলে ফেরার পথে তাদের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশি এই দুই নাগরিক। সঙ্গে থাকা আহত এক সফরসঙ্গী বাংলাদেশে নিহত সাগর জোমাদ্দারের পরিবারের কাছে বিষয়টি জানালে তারা নিশ্চিত হন।

এদিকে, পরিবারের দুই উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় তাদের মা-বাবা ও স্বজনরা। দেশে নিহতদের লাশ ফেরত পেতে তারা সরকারের সহযোগিতা চেয়েছেন।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সুহৃদ সালেহীন জানান, নিহত দুই হজযাত্রীর লাশ বাংলাদেশে আনার ব্যাপারে সৌদি দূতাবাস সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়